আমি জাতির চাচা........এই আমার পরিচয়....। সাভারে রানা প্লাজা ধসরে ঘটনায় ভবন মালকি যুবলীগ নতো সোহলে রানাকে এসি গাড়তিে করে হাইর্কোটে হাজরি করছেে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহনিী। রানাকে হাইর্কোট প্রাঙ্গণে আনার প্রায় ২ ঘণ্টা পর আদালতরে নয়িমতি র্কাযক্রম শুরু হলে তাকে এজলাসে নয়ো হয়। এর আগমুর্হূত র্পযন্ত তাকে তার নজিস্ব এসি গাড়তিে বসয়িে রাখা হয়ছেলি। মঙ্গলবার সকালে আদালতরে র্কাযক্রম শুরু হওয়ার আগইে হাইর্কোটরে এক নর্দিশেনা অনুযায়ী তাকে হাজরি করা হয়।
এসময় আদালত প্রাঙ্গণে রানাকে দখেতে পয়েে উপস্থতি জনতা ‘ধর ধর, ফাঁসি চাই’ বলে শ্লোগান দতিে থাক। ে তারা রানাকে এসি গাড়তিে করে আদালতে আনার বষিয়ে ক্ষোভ প্রকাশ করনে। প্রত্যক্ষর্দশীরা ক্ষোভ প্রকাশ করে বলনে, একজন অপরাধীকে কনে প্রজিন ভ্যানে করে না এনে জামাই আদরে এভাবে আদালতে আনা হয়ছে। ে রানাকে এভাবে আনার মাধ্যমে সাভারে হতাহত শত শত শ্রমকিকে অপমান করা হয়ছে। ে অন্যদকিে সোহলে রানাকে আদালতরে এজলাসে তোলার পর পছেনরে এক সোফায় বসয়িে রাখা হয়ছেলি।
এ অবস্থা দখেে উপস্থতি আইনজীবীরা নজিদেরে মধ্যে বলাবলি করছলিনে, ‘একজন ক্রমিনিালকে যভোবে বসানো হয়ছেে তা দখেে মনে হচ্ছে যে সে শ্বশুর বাড়ি এসছে। ে রানার কোমরে দড়ি বঁেধে আদালতে হাজরি করা উচৎি ছলি বলওে মন্তব্য করনে এজলাসে উপস্থতি আইনজীবীরা। শুনানি শষেে আদালত থকেে কারাগারে নয়িে যাওয়ার সময় উপস্থতি জনতা ও আইনজীবীদরে তীব্র রোষাণলে পড়নে রানা। এরপর কঠোর নরিাপত্তা বলয়রে মধ্য দয়িে তাকে গাড়তিে উঠয়িে আইনশৃঙ্খলা বাহনিীর সদস্যরা আদালত প্রাঙ্গণ থকেে নয়িে যায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।