আমাদের কথা খুঁজে নিন

   

২১-১২-২০১২ সারা দেশে মুক্তি পাচ্ছে মুক্তিযুদ্ব ভিওিক "পিতা" চলচ্চিত্রটি

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই ২১-১২-২০১২ সারা দেশে মুক্তি পাবে মুক্তিযুদ্ব ভিওিক "পিতা" চলচ্চিত্রটি। প্রায় ৫০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে |সকলকে হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার জন্য অনুরোধ করা হল। আর ভালো ছবি সবার মাঝে শেয়ার করা আপনার দায়িত্ব | পিতা: পরিচালনা : মাসুদ আখন্দ কাহিনী ও চিত্রনাট্য : মাসুদ আখন্দ অভিনয় : জয়ন্ত চট্টোপাধ্যায়, শামীমা নাজনীন, মাসুদ আখন্দ, শায়না আমিন, কল্যাণ প্রমুখ। সংগীত : ইমন সাহা ও সায়ান প্রযোজনা : ইমপ্রেস টেলিফিল্ম কারিগরি পার্টনার : জাজ মাল্টিমিডিয়া কাহিনী সংক্ষেপ : একটি হিন্দু গ্রাম। গ্রামটিতে এখনো সভ্যতার আলো পড়েনি।

একটি মাত্র রেডিও আছে, তাও কিভাবে চালাতে হয় গ্রামবাসী জানে না। এদিকে ২৬ মার্চ পাকিস্তানি হানাদাররা দেশজুড়ে হত্যাযজ্ঞ চালিয়েছে। কিন্তু কোনো রকম টুঁ শব্দ নেই গ্রামবাসীর। হঠাৎ গ্রামে একটি বুনো শুয়োর ঢুকে পড়ে। তছনছ করতে চায় বাড়িঘর।

গ্রামবাসী একতাবদ্ধ হয়ে শুয়োরটিকে তাড়িয়ে দেয়। আরেকবার প্রমাণিত হয়, 'দশের লাঠি একের বোঝা'। কিন্তু পরের দিন ঠিক একই সময়ে গ্রামটিতে পাকিস্তানি সেনারা হানা দেয়। তখন আর কেউ পেরে ওঠে না। ওদের অত্যাধুনিক অস্ত্রের কাছে পরাজিত হয় নিরীহ মানুষ।

শুরু হয় অত্যাচার। কিন্তু এ অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায় একজন। সবাই যখন মৃত্যুর মুখে যুবকটি তখন একাই লড়াই করে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।