আমাদের কথা খুঁজে নিন

   

মা বাপেরে লাগায় দিবো মাইনষে দেখিলে

দিন আগে খুব কাছের বন্ধু চরম বাশ দিলো আমাকে। কাউকে বিশ্বাস করতে পারছি না এখন। বাইন দু্য়ার দি নু আইসো তুই নিশীরও কালে মা বাপেরে লাগায় দিবো মাইনষে দেখিলে তুই হইলা সোনার পিঞ্জর ময়না পাখি আঁর মনে হয় দিনে রাইতে তুঁয়ার ভিতর থাই। ধন মান কিছু না চাই তুঁয়ারে পাইলে মা বাপেরে লাগায় দিবো মাইনষে দেখিলে। তুঁই আঁর আধার ঘরের পূণ্য মাসের চাঁন্দ তিলিক মাত্র না দেখিলে বাঁচে না পরাণ অকালে ঝরি বকুল মধু শুকাইলে মা বাপেরে লাগায় দিবো মাইনষে দেখিলে। সারাজনমওরে বন্ধু রাইখো এ আদর বানাইলা যখন তুঁয়ার পিরিতের কাতর এ জীবনে নইলে মিলন হইবো শেষকালে মা বাপেরে লাগায় দিবো মাইনষে দেখিলে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।