কলম যে দিকে এগিয়ে যায়, আমিও সে দিকে............... হে বীর মুজাহিদ, রাজপথের প্রতিটি বিদ্রোহী শ্লোগান কিংবা ঝাঁক-ঝাঁক তরুনের বিপ্লব ও তারুণ্যের সংমিশ্রণ শুধু তোমাকেই খুঁজে ফিরে। হে বীর মুজাহিদ, রাজধানীর পল্টন, গ্রাম্য মেঠোপথ কিংবা মফস্বলের শান্ত জনপদে মুক্তির মিছিল শুধু তোমাকেই খুঁজে ফিরে। হে বীর মুজাহিদ, তুমি কি ক্ষনিকের ঘুমে বিভোর হয়ে আছ মুক্তির জয়গান তোমার প্রতিক্ষায় শুধু তোমাকেই খুঁজে ফিরে। হে বীর মুজাহিদ, ধীকৃত-বিধ্বস্ত আর লান্ঞ্চিত মজলুম কিংবা পথহারা তরুণের দল, দিক হারা পথিক শুধু তোমাকেই খুঁজে ফিরে। শুধু তোমাকেই খুঁজে ফিরে।। হেলাল ১২.১২.১২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।