ক্ষেতা পুড়ি তোর ভালবাসার- ফিরিয়ে দে আগের সহজ জীবন আমার। ।
অবশেষে যেতে পারলাম তার কাছে। আর দিয়ে এলাম এই চিঠিটা। ভয়ে আছি।
রাজী হবে কিনা সময় তো কমে আসতেছে। উত্তরতো দেয় না।
প্রিয় ****
১২.১২.১২ কী অদ্ভুত সুন্দর একটা তারিখ!একই সাথে শতাব্দির শেষ তারিখ-যেখানে দিন মাস বছর –একই সংখ্যা। আবার একশত বছর পরে পৃথিবী পাবে এমন একটা দিন। তখন হয়ত আমরা কেউই আর থাকব না।
নতুন প্রজন্মের কোলাহলে ভরে উঠবে সারা দুনিয়া। নতুন স্বপ্ন বোনা হবে পৃথিবী জুড়ে। পৃথীবিটা হবে শান্তির নীড়। সবার সব অপ্রাপ্তি প্রাপ্তির ফুল হয়ে পড়ে থাকবে পথের প্রান্তে। তাই আজ এই অনন্য দিনে আমি পৃথিবীর সব অপরাধ ক্ষমা করে দিলাম।
কারন-I used to think that the world is so unfair-That it gave me so many reason to hate it. But now how can I hate such a wonderful world that gave me the beautiful you.
আজকের এই সময়ে কত মানুষ এই সময়ে কত মানুষ কত এলেবেলে কাজ করছে। খালি জীবিকা জীবিকা করছে। স্বার্থ নিয়ে নানা ফন্দি –ফিকির করছে। পাপে মত্ত একেকজন। কেউ বোমা বানাচ্ছে, কেউ যুদ্ধ জাহাজ পাঠাচ্ছে ইরাকে-প্যালেস্টাইনে।
আমি বসে আছি তোমার পাশে। তা যে কত বড় ভাগ্যের ব্যাপার তা বলতে পারব না। তোমাকে দেখলেই মনটা ভরে যায় অপরিসিম আনন্দে। ভালবাসতে ইচ্ছে করে নিজেকে, মানুষকে, পৃথিবীকে। ইচ্ছে করে পৃথিবীটাকে আর একটু সুন্দর করে গড়ে তুলি।
ভালবেসে রচনা করি সুন্দর। যুদ্ধাহত ঘরহারা, স্বজন হারা কোন সেনা তোমাকে দেখলে তার মন ভালো হয়ে যাবে নিশ্চিত। তোমার মুখ জুড়ে খেলা করে স্বগীর্্য়ম দ্যুতি। সে দ্যুতি আগুন হয়ে দ্গধ করে আমায়। তারপরও আমি পরিতৃপ্ত।
Have you ever been blue have you ever been lonely
Have you ever loved someone just as I love you ?
তোমার সাথে আমার দেখা হয় যখন আমি ছিলাম সবচেয়ে হতাশাগ্রশ্ত একজন। ফাসির আসামিরো বোধ করি একটু আশা থাকে। আমার কোন আশা ছিল না। ভাংগনরত নদী তীরে দাড়িয়ে হয়ত বৃদ্ধ কৃষক ভাবে তার শৈশবের নদী তাকে লালন করেছে দুগ্ধ-রুপ-বারি দিয়ে। সে তার সাত পুরুষের ভিটে নিঃচিহ্ন করবে না।
আজ রাতেই থেমে যাবে এইখানটায়। লালন করবে তার উত্তর প্রজন্মকে। আমি কেবলি নিরাশায় ভুগি। আমি ছটফট করি একটুখানি স্থিরতার জন্য। কিন্তু স্থিরতা যেন মলিন সার্টের সুতো।
বারবার ছিড়ে যায়। ঘর আমাকে আকুল করে ডাকে,কিন্তু বাহির আমাকে ছাড়তে চায় না। একাকিত্তের নিরাকার চাকু আমাকে গ্রাস করে।
কিন্তু যেদিন আমি তোমাকে দেখি সেদিন আমি ভুলে যাই আমার সব পাপ ও দুঃখের ইতিহাস। ইচ্ছে হল আবার নতুন করে বাচতে।
ইচ্ছে হল তোমার সাথে বুইড়া হই। জীবনের শেষ ক্লান্ত বিকেলে তোমার কুচকে যাওয়া হাতে থাক আমার অসমর্থ হাত।
যখন থেকে আমাদের যুগল পথ চলা শুরু হল। আমি বদলে যেতে শুরু করলাম। আমার সব অনিয়মকে গেথে দিলে নিয়মের মালা জালে।
এখন আমি কল্পনা করতে পারি না কোন সকাল যা তোমার কন্ঠ না শুনিয়ে আমার ঘুম ভাংগাবে। কল্পনা করতে পারি না কোন দুপুর তোমার sms আমাকে লাঞ্চের কথা মনে না করিয়ে দেবে। । কল্পনা করতে পারি না কোন বিকাল যার ম্লান আলোতে ভেসে আসবে না তোমার কন্ঠ । কল্পনা করতে পারি না কোন রাত যা তোমার বলা শুভ রাত্রি ছাড়া আমার চোখে ঘুম আনবে।
You are the another person to the world, but you are the world to me. তুমি ছাড়া আমার পৃথিবী প্রাণহীন এক গ্রহ।
এতক্ষন যা বলছিলাম, সব ছিল আবেগে কথা, এইবার বলি বাস্তবতা। মধ্যবিত্ত পরিবারে সন্তান আমি। হয়ত প্রাচুর্য দিতে পারব না। কিন্তু যেনে রেখ সুখ যদি থেকে থাকে তা কেবল ভালবাসায়, প্রাচুর্যে নয়।
তোমাকে পেলে সব অভাব-দারিদ্র জয় করে সৃজন করব ভালবাসার নতুন জগত।
Its not only a letter, but also a symbol of promises. আমি প্রমিজ করছি-তোমাকে ভড়িয়ে দেব, তোমাকে ভাসিয়ে দেব ভালোবাসায়। তোমার দঃখগুলোকে নিজের করে নেব। পৃথিবীর সব সুন্দর এনে সাজাব তোমাকে।
তোমার কাছে শুধু একটাই কামনা- ইতিহাসের এই অনন্য দিনে, এসো হাত ধরো।
দুজন মিলে সৃষ্টি করি ভালোবাসার নতুন ইতিহাস, নতুন মিথ। Seriously I’m in love with you truly, deeply, madly. I love you. Please don’t refuse me.
অনেক অনেক শুভ কামনায়.....................
*** ****
12.12.12
12:12:12 AM
এনভেলাপের উপর লেখা ছিল, আজ রাত 11.59 PM পর্যন্ত অপেক্ষা করব। উত্তর নেগেটিভ হলে বুঝে যাব। পজেটিভ হলে ফোন দিও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।