একজন সৃষ্টিকর্তা অগণিত নাম। তাঁর নাম ধরে ডাকাই ধর্ম । হৃদয়ে লালন করাই ধর্ম। আজ বলবো একজনের গল্প শোন মন দিয়ে সে অভিনয় করে তার জীবনের সাথে প্রতিনিয়ত, নীরবে অভিনয় করে চলেছে নীরবে নিভৃ তে একা একা। রাতের আকাশে সন্ধাতারা মিটিমিটি জ্বলে,সবাই দেখে তার বুকের ভিতরের কষ্ট গুলো জ্বলে চলেছে তা দেখার ও কেউ নেই বা বোঝার কোন উপায় নেই কারণ সেটা যে হাড় আর রক্তে-মাংশে ঢাকা। তিলে তিলে জ্বলছে অথচ, সকলের সাথে হাসি-খুশি ভরা চেহারায় কোন ক্লান্তির ছাপ নেই, নিখুত অভিনয় যখন ক্লান্ত হয় তখন সে একা কোথাও হারিয়ে যায়, নিসঙ্গ সে তাকে ফেরাবারও কেউ নেই। সে পথ চলে মাটির পানে চেয়ে, উপরে তাকানোর ইচ্ছা নেই কারণ কেউ যদি ডেকে বলে ”কেমন আছো?” আবার এক বুক চাপা নি:শ্বাস নিয়ে বুকটাকে একটু বড় করে শুরু করতে হবে নতু ন অভিনয় একটু হেসে বলতে হবে ”এইতো আছি…..”।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।