আমি আমার মত, আমাদের মাঝ থেকে অনেক কিছু অনেক সহজেই হারিয়ে যেতে পারে , আমরা বাঙ্গালিরা কেমন জানি গোল্ড ফিস এর মতো মেমরি নিয়ে জন্মাইছি । আমাদের মাঝ থেকে হারানোর লিস্ট টা আস্তে আস্তে দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে আমরা তা দেখছি আবার ভুলেও যাচ্ছি । এতো দুর্ঘটনা, হত্যা , দুর্নীতি, গুম আমরা তা কি অবলিলায় ভুলে যাই। দোকানে বসি পান সিগারেট চা খাই বাড়ি চলে আসি , কি সুখের জীবন আমাদের ভাবতেই ভালো লাগে । ILRF er একটা রিপোর্ট এ দেখলাম ১৯৯০ থেকে এ পর্যন্ত গার্মেন্টস দুর্ঘটনায় বাংলাদেশ এ ১০০০ লোক মারা গেছে ,( সাভার এর টা বাদে) ।
আমরা এটা ভুলে গেছি , কয়জন এর এই জন্য বিচার হইছে, আমরা তা জানি না , সাভার এর ঘটনার বিচার হবে ? আমরা এটাও কেউ জানি না ।
শেষ করার আগে একটা ঘটনা স্মরণ করিয়ে দেই আপনাদের , আমাদের মাঝে কিছুদিন আগেও সোনালি রঙ এর একটা ১ টাকার কয়েন দেখা যেত , সেটা হারিয়ে গেছে । আমরা খেয়াল করি নাই ।
আমাদের গার্মেন্টস শ্রমিক গুলোও হয়তো ওই সোনালি পয়সার মতো । যারা আমাদের সোনালী দিন দেওয়ার জন্য দিনরাত পরিশ্রম করে আর একদিন এভাবেই আমাদের মাঝ থেকে হারিয়ে যায় আমরা খেয়াল করি না ।
আরে ১ টাকা হারালে কি হয় বলুন ? এর খবর কে রাখে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।