আমাদের কথা খুঁজে নিন

   

সেই সময়টা ......

সরু রাস্তা, পাশে খাদ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কুয়াশা ঢেকে নিচ্ছে অনেকটুকু, পিছল আছে পথে; রোজ থাকে, কেউ কেউ পড়ে যায় – কাঁধের ভারা সমেত; কেউ কেউ পড়বেই; এই তো সেদিন বুড়োটা গেল। মাঝে মাঝে আকাশ ভেদ করে পড়ছে গোলা,কেঁপে উঠছে ধরা বোমার শব্দে । তাই বলে থামলে তো চলবে না। পথের মাঝে মাঝে নুড়ি পাথর উঁকি মারে। সেই খাঁজে পা আটকে চলা।

পিছল রাস্তা, কাঁধে ভারা, জলের ড্রাম,অগুনতি মানুষ,নারী,শিশু,বৃদ্ধ....মানুষ সবাই- দিনের আলো ফোটার আগেই দিন। প্রচন্ড খিদে পেয়ে যায়েই সময়টা। তবু আরেকটু পোষ মানানো যায় খিদেটাকে। আরও একটু-ভালো করে দিনের আলো ফুটে গেলে আর খিদে থাকবে না। হানাদারদের খিদেও হয়তো চাগিয়ে উঠছে কোথাও ।

কান্না চেপে দাঁতে দাঁত চেপে চলছে পরান। ভরসা এই যে চলছে আরো অনেকে। চলতেই হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।