আমাদের কথা খুঁজে নিন

   

নুর নবী হযরত মোহাম্মদ সা এর সাথে বেয়াদবির ফল ।

নুর নবী হযরত মোহাম্মদ মস্তুফা সা আ নবুয়তের স্বরনালী যুগে বিশ্বের বিভিন্ন রাজা বাদশাহ দের দরবারে ইসলামের দাওয়াত পৌছাতেন । তেমনি আরবের মিশর অধিপতি খসরু মালেকের নিকট দুত মারফত দাওয়াত পাটালে , বাদশাহ রুষ্ট হয়ে নবীজীকে গ্রেফতার করার জন্য তার সেনাপতি কে পাটিয়ে দেন । নবীজীর দরবারে আদেশ সহ সেনাপ্রধান উপস্থিত হলে নবীজী সেনাপ্রধান কে মুচকি হেসে বললেন যার আদেশ নিয়ে এসেছ সে তো আর বেচে নেই বরং তার ছেলে খসরু ক্ষমতা দখল করেছে । সত্যতা যাচাই করে পরে আমার নিকট এস । সেনাপতি মাথা নিছু করে মিশরে গিয়ে দেখেন সব সত্য ।

কিছুদিন পর ঐ ব্যাক্তি মুসলমান হয়ে যায় । এবং যুদ্ধ ক্ষেত্রে কিছু সংখ্যাক দুষ্ট মা আয়েশা সিদ্দিকা রা এর উপর মিথ্যা দুষ ঝারি করে । নবীজী সাথে সাথে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালে ঐ ৬ দুষ্ট অপঘাতে , এবং আগুনে পোড়ে এবং পক্ষাঘাত আক্রান্ত হয়ে মারা যায় । নবীজীর সাথে এমন বহু বেয়াদবির শাস্তি আমরা ইতিহাসে দেখতে পাই । এত এব আল্লাহর হাবিবের প্রতি পরিপূর্ণ ঈমান রাখা এবং দুনিয়ার কারও সাথে তুলনা করা থেকে বিরত থাকা প্রকৃত ইমানদারের পরিচয় ।

আমরা হাজারও দরুদ ও ছালাম ভেজি দয়াল নবীজীর পাক রওজা মোবারকে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।