আমাদের কথা খুঁজে নিন

   

১২.১২.১২ তে বাংলাদেশি তারকাদের বিয়ের ধুম

অন্যায়ের বিরোধে প‌্রতিবাদি হতে চাই ২০১২ সালের শেষ মাস ডিসেম্বর। তারিখ ১২.১২.১২। দৃষ্টি এখন অনেকের এই তারিখটির দিকে। দিনটি আসবে না বারবার। অনেকবেশি স্পেশাল দিনটি।

এ ম্যাজিক ফিগারকে তাই বিশ্বজুড়ে স্মরণীয় করে রাখার চেষ্টা করছেন অনেকেই। তবে সবচেয়ে বেশি অপেক্ষা বোধ হয় বিয়ের জন্য। বিয়ের হিড়িক বিশ্বজুড়ে। হিড়িক পড়েছে বাংলাদেশি মিডিয়া তারকাদের মধ্যেও। এই দিনে বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান ,মডেল, অভিনেত্রী মোনালিসা, সাঈদ বাবু এবং সিদ্দিক।

এখন জানা যাক তাদের বিয়ের খুঁটিনাটি। সাকিব আল হাসানঃ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান বিয়ে করছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই তরুণীকেই। ১২ ডিসেম্বর সোনারগাঁও হোটেলে তাঁদের আকেদর সব আয়োজন সম্পন্ন। তবে আপাতত ঘরোয়াভাবেই হবে সবকিছু। বিয়ের অনুষ্ঠান হবে মার্চে।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই শিশিরের সঙ্গে পরিচয় সাকিবের। পরিচয় থেকে প্রণয়। দুজনের পছন্দে বিয়ে হলেও পারিবারিকভাবেই হচ্ছে সবকিছু। শিশিরের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায়, তবে থাকেন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে। সেখানেই পড়াশোনা করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে।

মোনালিসা : চলতি বছরের ১৭ জুন পারিবারিক আয়োজনে আমেরিকা প্রবাসী ফাইয়াজ শরীফের সঙ্গে আংটিবদল করেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। তারা বিয়ের তারিখ ঘোষণা দেন ১২.১২.১২ তে। ওইদিন সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত রেস্তোঁরায় ফাইয়াজের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ফাইয়াজ কলাম্বিয়া ইউনিভার্সিটি অব নিউইয়র্কে পিএইচডি করছেন।

বিয়ে নিয়ে মোনালিসা বলেন, “১২.১২.১২ তারিখটি স্মরণীয় একটি দিন। তাই বিয়ের জন্য এ দিনটি বেছে নিয়েছি আমরা। ” সিদ্দিক: অন্যদিকে, আরেক অভিনেতা সিদ্দিক বিয়ে করেছেন এ বছরের ২৩ মে। বিয়েটা একেবারে হঠাৎ করে হয়েছিল এ অভিনেতার। কাউকে কিছু জানাতে পারেননি, কারণ তখন তিনি সিরাজগঞ্জে একটি ধারাবাহিকের শ্যুটিং করছিলেন।

তাই ১২.১২.১২ তারিখে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন তিনি। এ বিষয়ে সিদ্দিক বলেন, “আমার স্ত্রীর নাম মারিয়া মীম। থাকেন স্পেনে। আমাদের বিয়ে হয়েছিল সিরাজগঞ্জে, আমার বোনের বাসায়। আমার শ্বশুর-শাশুড়িও স্পেনে থাকেন।

শুরুতে তারা রাজি ছিলেন না। টিভি ও চলচ্চিত্রজগতের ব্যাপারে তাদের নেতিবাচক কিছু ধারণা ছিল। একটা সময় তা দূর হয়। এখন দুই পরিবার আলোচনা করেই অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করেছে। ” সাঈদ বাবু: আগামী ১২.১২.১২ তারিখে বিয়ে করছেন আরো একজন অভিনেতা।

নাম তার সাঈদ বাবু। পাত্রী তার তিন বছরের পূর্ব পরিচিতা নাজমুন নাহার টুম্পা। আকদ সম্পন্ন শেষে ১২-১২-১২ তারিখে বিয়ে করবেন এ অভিনেতা। “টুম্পা এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। পারিবারিকভাবে এ বিয়ের আয়োজন করা হচ্ছে।

আর তারিখটার লোভ সামলাতে পারছি না। এজন্য শেষ পর্যন্ত বিয়েটা অনেকটা তাড়াহুড়া করেই করতে হচ্ছে। ” এছাড়াও নৃত্যশিল্পী নিসাসহ মিডিয়ার অনেকেই ১২.১২.১২ তারিখে বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যায়। এসব তারকাদের আগাম শুভেচ্ছা রইল। বাংলাদেশের সবচেয়ে বড় বিনোদন সাইট http://www.Bdalltime.blogspot.com  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।