ওখানে তো আপনার আমার মতো হাজারজন প্রতিবাদকারি ছিল যেখানে জারজ ছিল মাত্র ৫-৬ জন বা ম্যাক্সিমাম ১০ জন। কিন্তু কোথায় কেউতো ঐদিন প্রতিবাদ করল না। কেন করে নাই সে প্রশ্ন তোলাটা অহেতুক। কারণ আমরা দূর থেকে যে যাই বলি না কেন, অমন পরিস্থিতিতে আপনি বা আমি যতই সাহসী হই না কেন প্রতিবাদ করবো না, যেমনটা করেনি ওই মানুষগুলোও, কোন সাধারন মানুষই তার নিজের জীবনের ঝুঁকি নিতে চাইবে না আর সেটাই স্বাভাবিক...অন্যদিকে, কিভাবে প্রতিবাদ করবেন আপনি? ওরাতো জারজ, ওদের মৃত্যু ভয় নাই। কিন্তু আপনার আমার মৃত্যু ভয় আছে, আমাদেরত মান সম্মান আছে।
আমরা ১০০ জন রাস্তায় নামলাম প্রতিবাদ করার জন্য। ওরা ২০০ জন পুলিশ পাঠাল। ওই পুলিশ আমাদের পিটিয়ে হাত পা ভাংল আবার জেলেও আটকে দিল। এতে আমাদের ক্ষতি হল ওদের বিন্দু পরিমান কিছু হল না। হ্যাঁ, প্রতিবাদ তখনি সফল হবে যখন আপনি হাজার হাজার সাধারন মানুষকে পথে নামাতে পারবেন।
কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা অসম্ভব ব্যাপার। হ্যাঁ একটা কাজ করতে পারি আমরা। সেটা হচ্ছে ওই হাজার মানুষকে আমরা ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করতে পারি।
আপনারা কেউ ভোট দিবেন না আশা করি আর আপনাদের আত্মীয় সজন ও প্রতিবেশীদের ভোট দিতে না করবেন...প্রয়জনে আমার স্ট্যাটাস শেয়ার করে বা কপি করে বন্ধুদের কেও জানিয়ে দিন... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।