আমাদের কথা খুঁজে নিন

   

আজকে যাদের যাদের বিবাহ, আসুন গণহারে বিবাহ করি ( ফান পোস্ট )

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) তারিখঃ ১২/১২/২০১২ আজকে যাদের বিবাহ , তাহারা মুখে রুমাল ( বর ) আর ঘোমটা আরও দুই হাত টানিয়া ( কনে ) পোষ্টে আগমন করেন । আর আজিকে যাহারা যাহারা বিবাহ করিতে পারলেন না তাহারা কিং কং এর ন্যায় বুক চাপড়াইয়া আউগাইয়া বসেন ১২/১২/২০১২ তারিখকে স্মরণীয় করিয়া রাখিবার জন্য চারিদিকে বিবাহের ধুম পড়িয়া গিয়াছে । বিভিন্ন অসমর্থিত সুত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে যে , বুড়া ধুরা , আণ্ডা বাচ্চা , গেদির মা , গেদার বাপ তথাপি আপামর জনতা বিবাহের নিমিত্তে ঝাঁপাইয়া পরিতে চাহিতেছে । যাহারা বহুকাল পূর্বে হইতেই প্লান করিয়া উক্ত কর্ম সাধন করিতেছেন , তাহারা ঠিক আছেন । তবে যাহারা হুজুগে করিতে চাহিতেছেন / করিয়া ফালাইছেন , তাহারা খুব খেয়াল কৈরা ! যাহা হউক আপনাদের কাম থুক্কু বিবাহ আপনারা করিবেন তাহাতে এই অধমের কি আসে যায় ! তবে গুজব আসিতেছে যে অনেকে গণহারে বিবাহ করিতে ঝাঁপাইয়া পড়িবেন থুক্কু , অর্থাৎ বহুবিবাহ করিবেন ! ? আবারও ভুল বলিলাম , থুক্কু , গন বিবাহে যোগদান করিয়া বিবাহ বন্ধনের মধুর ( খাঁটি না ভেজাল জানি না , সুন্দরবনের টা হইলে খাঁটি হপে ) সম্পর্কে আবদ্ধ ( যাইবি কৈ , পাইসি তোরে ) হইবেন । তবে খুব খেয়াল কৈরা , আগামী ১০০ বছরের মধ্যে কিন্তু এই দিন আর ফিরিয়া পাইবেন নচেৎ ফলাফলঃ দেশে জনসংখ্যা বিস্ফোরণ ঘটিবার প্রবল সম্ভাবনা রহিয়াছে গনবিবাহ খুজিতে গিয়া পাইলাম এক টাস্কিত তথ্য । আমার খুঁজে পাওয়া পৃথিবীর সবচে' বড় গনবিবাহ - সালঃ ২০০৯ স্থানঃ Sun Moon University, in Asan, South Korea অংশগ্রহণকারীঃ ৪০ ,০০০ !!! জুটিঃ ২০,০০০ !!! অংশগ্রহণকারীরা পৃথিবীর বিভিন্ন দেশের ১২ টি শহর থেকে আগত ! এরা কি অ্যাডমিশন টেস্ট দিতে আইসে ? হে হে হে ! বুজ্জছি ! তাবারক খাইতে আইসে !! এই বুড়া বুড়ি নাকি এই ২০০০০ জুটিরে পানি পড়া দিসে ! আই মিন আশীর্বাদ করছে ! কেমনে কি ? আমি হইলে তো লাঠি নিয়া দাবড়ানি দিতাম নাইলে ঘুমাইয়া পড়তাম ! ওরে কি খুশি রে !!! আর পারলাম না ! ঘুমাই ! লুল ! লুল ! লুল ! কহন যে বাড়িত যাইবাম প্রাণ সখী রে আজকে যারা যারা সিরিয়াসলি (!) বিয়ে করছেন তাদের সবার জন্য শুভকামনা রইল লেখকের ব্যাক্তিগত জিজ্ঞাসা / আকুতি / আবেদন / নিবেদনঃ ১২/১২/১২ তো যাইতেছে চলিয়া । আমার এখন কি হপে !!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।