পাই মহিমা (মূল ব্রায়ান বেয়ার) হে পাই, তোমাকে ভাবি আমি প্রতি রজনীতে স্বপ্নেও হারিয়ে যাই তোমারই বৃত্তে না চাইলেও, মনে হয়, ভালবেসে যাব আমি চিরদিন অবশেষে। তোমায় ছাড়া, দাঁড়াতে পারে না বর্গেরা, ত্রিকোণগুলোও রুগ্ন, সপ্তভুজগুলোতো অসম্ভবই, ষড়ভুজগুলোও অভিন্ন। ভুলিতে পারিনা তোমায়, প্রথম জেনেছি যবে, সবকিছু বদলিয়ে দাও, তবুও, ব্যাস ও পরিধির অনুপাত, চিরদিন সমানই রবে। অতএব, ওহে মোর প্রিয় পাই তোমায় রাখিব আমি মনে বার বার তুমি তিন দশমিক এক চার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।