আমাদের কথা খুঁজে নিন

   

১২/১২/১২ সম্পর্কে মজার কিছু আইডিয়া।

আমার লেখা কেও পড়ুক আর না'ই পড়ুক, আমি লিখব, লিখেই যাব। "আহমেদ সজীব আমান। " আমরা কত কিছুই না ঠিক করিয়া রাখিয়াছি এই দিনটার জন্য। যে দিন আবার ১০০ বছর পর আসিবে। আর কিছুক্ষণ পরেই আমরা ১২/১২/১২ তে পদার্পণ করিব।

এই দিনটাকে সবাই চাহিবে তাহার জীবনে স্মরণীয় করিয়া রাখিতে। আপনি কি করিতে চান? আসুন কি কি করা যাই তাহা এক নজর দর্শন করি। ১. আমি আমার বন্ধু কূলের নিকট এই ব্যাপারে সাহায্য প্রার্থনা করিলে তারা এক বাক্যে বলিয়াছে ‘বিবাহ কর’ । আপনাদেরকেও বলি আপনারা এই পর্যন্ত যাহারা বিবাহ নামক এন্টিবায়েটিক ট্যাবলেটটি এখনও ভক্ষণ করেননাই তাহারা এই কাজটি করিয়া অশেষ সওয়াব হাসিল করিতে পারেন। ইহা হইতে বড় স্মরণীয় ঘটনা আপনার জীবনে না আসিতেও পারে।

কারণ বিবাহ হইল- ‘দিল্লিকা লাড্ডু যো খায়েগা ও পস্তায়েগা, যো নেহি খায়েগা উ ভি পস্তায়েগা। ’ ২. আপনি কি বৌয়ের জ্বালায় অস্থির? আপনার বৌ কি আপনার পরিবারের সভাপত্নি? আপনি কি বৌয়ের ভয়ে সর্বদা অস্থির? তাহা হইলে আগামী দিনটি আপনার জীবনের সর্বোত্তম দিন। এই দিনে আপনি মুক্ত হইয়া বিহঙ্গের মতন উড়াউড়ি করিতে পারিবেন। ইহার চাহিতে আর কোন স্মরণীয় ঘটনা আপনার জীবনে বলিয়া আমার মনে হয় না। ৩. আপনি কি দেখিতে সুন্দর? আপনার চেহেরা সুরত কি ছাকিব আপুর মতন? আপনার মনের মধ্যে কি নায়ক হইবার কোন সুপ্ত বাসনা রহিয়াছে? তাহা হইলে ১২.১২.১২ আপনার জীবনের শ্রেষ্ঠ দিন।

এই দিনটিকে আপনার মেমোরিতে চিরস্থায়ী ভাবে সংরক্ষণ করিয়া রাখিতে চাহিলে অনন্ত জলিল সাহেবের সকল সিনেমার ডিভিডি নগদ টাকায় খরিদ করিয়া সারাদিন ধরিয়া দর্শন করিয়া আপনার জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করিতে পারেন। সেই সাথে আপনার ভাষাজ্ঞান ও ধৈর্যজ্ঞানও সমৃদ্ধ হবে বলিয়া আমার বিশ্বাস। ৪. আপনার কি নারীসঙ্গ ভালোলাগে? আপনি কি নারীসঙ্গে অভিষেক কিংবা সেঞ্চুরি করিতে চান? তাহা হইলে কালকেই তাহা করিয়া ফেলুন। এতে সাপ ও মরিবে লাঠিও ভাঙ্গিবে না। অর্থাৎ আপনার রেকর্ডটাও হইল তারিখটাও মনে থাকিল।

এরকম কোন বাসনা মনে থাকিলে পোস্ট পড়িয়া পিসি টাকে বন্ধ করিয়া তথাকথিত ‘লিটনের ফ্ল্যাট’ বুকিং করিতে যান। ৫. আপনি কি সামুর খুব হিট ব্লগার? আপনি যা ই লেখেন তা ই অনেক হিট অর্জন করিতে সক্ষম হয়? আপনার লেখা পোস্ট কি ফেবুতে ১০০০ বারের বেশী শেয়ার হয়? আপনি কি লিখিতে লিখিতে ক্লান্ত প্রাণ এক? তাহা হইলে আপনাকেই বলছি কাল ১২.১২.১২ তে “আমি আর লিখিব না, গুড বাই সামু” এমন ধরনের একটি পোস্ট প্রসব করেন। লিখা বন্ধ করার ইহার চাহিতে শুভ দিন আর না পাইতেও পারেন? এতে আপনার হিট আরও বাড়িয়া যাইবে বলিয়া আমার মনে হয়। ৬. আপনি কি খুবই রক্ষণশীল পরিবারের ছেলে? আপনার বাপ দাদা কি অনেক ক্ষমতাবান? আপনাদের বংশে কি প্রেম ভালবাসা সম্পূর্ণ নিষিদ্ধ? কিন্তু আপনি একজন রমণীকে পটাইয়া ফেলিয়াছেন? যাহার পিতা একজন পুলিশ কমিশনার। চিন্তার কোন বিষয় না।

কাল আপনাদের জন্য সর্বশ্রেষ্ঠ দিন। দুজনে গৃহ হইতে এই শুভ দিনে পলায়ন করিয়া রেকর্ড স্থাপন করিতে পারেন। ৭. আপনি কি খুবই পুড়ুয়া ছাত্র/ছাত্রী? আপনার চোখে কি সবসময় বই ভাসে? আপনি কি পড়া ছাড়া কিছু বুঝেন না? আপনি কি ঈদের দিনও ঘরের দরজা বন্ধ করিয়া ইয়া মোটা বই নিয়া বসিয়া থাকেন? তাহা হইলে আপনাকেই বলিতেছি ১২.১২.১২ তে বই গুলা সরিয়ে, বাহির হইয়া আসিয়া বুক ভরিয়া বাতাস ভক্ষণ করিতে থাকেন। দেখেন পৃথিবী কত সুন্দর। ৮. আপনি কি একজন হ্যাকার? আপনার চিন্তা ভাবনা কি কম্পিউটার লইয়া? আপনি কি ১২.১২.১২ তে কিছু করিতে চান? তাহা হইলে বড়সড় একটা ওয়েব সাইট হ্যাক করুন।

সেটা হলেও হইতে পারে গুগল.কম। ৯. আপনি যদি সবচেয়ে বড় ধরনের ঘটনা ঘটাইতে চান তাহা হইলে ১২.১২.১২ তে আমাদের দেশের মহান দুই নেত্রীকে ...................................................................................................................................................................................... থাক আর বলিলাম না। কিন্তু আমি কাল কি করিব তাহা এখনও ভাবিয়া শেষ করিতে পারিনাই। আমাকে একটুখানি টিপস দিয়া বাধিত করিবেন। উপরের সকল কথাবার্তা কাল্পনিক।

শুধুমাত্র মজা করিবার নিমিত্তে এই পোস্ট খানা রচিত হইয়াছে। কাহারও বাস্তব জীবনের সহিত মিলিয়া গেলে লেখক দায়ী থাকিবে না। কোন প্রকার গুরুচণ্ডালী হইয়া গেলে আমি দুঃখিত রিপোস্ট ঃ মুল পোস্ট এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।