যিশু খ্রিষ্টের জন্মের আগে থেকে যদি সাল গননা করা হত তবে কবেই না এরকম ১২.১২.১২ পেতাম আবার যদি যিশু খ্রিষ্টের জন্মের পর অন্য কারো জন্ম যেমন আব্দুল, মফিজ এর জন্মদিন থেকে যদি সাল গননা হত তাহলে আমরা কি এই দিনটা পাইতাম? এটা একটা নিছক গানিতিক সংখ্যা মাত্র, কোন বিশেষ দিন নয়। আর হয়ত অনেকেই বলবে তাহলে নিউ ইয়ার বা ভালবাসা দিবস কেন উদযাপন করি? কারন আমরা দিনগুলো একটা সাইক্লিক অর্ডারে বছরের নির্দিষ্ট দিন পর পরই উদযাপন করি এবং এগুলো এক ধরনের সামাজিক অনুষ্ঠান। আর হ্যাঁ এই দিন্টার মত প্রত্যেকদিনই আর কখনই ফিরে আসবেনা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।