জ্যোতিষীরা সতর্ক করে বলেছেন, ১২.১২.১২ তারিখটি ইন্টারনেটের জন্য অশুভ হতে পারে। গ্রহের চক্রে পড়ে এদিন ইন্টারনেট-ব্যবস্থায় বিপর্যয় নেমে আসতে পারে। দিনটি মিডিয়ার জন্যও অশুভ হতে পারে।
কী ঘটতে যাচ্ছে চলতি বছরের ১২ ডিসেম্বর? এক ও দুইয়ের সংখ্যার মিল কি কোনো অশুভ বার্তা বয়ে আনতে পারে? আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানের যুগেও অনেকেই ১২.১২.১২ তারিখটা নিয়ে উত্কণ্ঠায় আছেন। তবে এ উত্কণ্ঠা আরও বাড়িয়ে দিতে পারে জ্যোতিষী জেসিকা অ্যাডামসের একটি সতর্কবার্তা।
সম্প্রতি নিউজ ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে অস্ট্রেলিয়ার এ জ্যোতিষী জানিয়েছেন, ১২ ডিসেম্বর ইন্টারনেট ও মিডিয়ায় নেতিবাচক কিছু ঘটতে পারে। এ জ্যোতিষীর মতে, বুধ ও নেপচুন গ্রহের প্রভাবে পৃথিবীতে ইন্টারনেট ও মিডিয়ার ওপর মারাত্মক প্রভাব পড়তে পারে।
জ্যোতিষীর এ গণনাকে অবশ্য অনেকেই আমলে নিচ্ছেন না। অনেকেই তারিখটি বেছে নিচ্ছেন সঙ্গী বেছে নেওয়ার দিন হিসেবে। অনেকেই বিয়ে করছেন ১২ ডিসেম্বর।
সংখ্যার এ মিল থাকায় অনেকেই দিনটিকে সুখ, সমৃদ্ধি ও দীর্ঘায়ুর ইঙ্গিতবহ দিন হিসেবেই মনে করছেন। তবে অ্যাডামস বলেছেন, ১২ ডিসেম্বরের মতোই ২১ ডিসেম্বর তারিখটিও ইন্টারনেট ও মিডিয়ার জন্য অশুভ। এদিনও ইন্টারনেটে বড় ধরনের নেতিবাচক কিছু ঘটতে পারে। তাই ১২ ডিসেম্বর শুরুর আগে তথ্য ব্যাক-আপ রাখতে পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার এ জ্যোতিষী
লিনকhttp://www.prothom-alo.com/detail/date/2012-12-11/news/312457
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।