নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন ১১ বছরের একটি শিশু । ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি একাগ্র মেয়েটি সমাপনী পরীক্ষায় ভালো ফল করে সংসদ সদস্যের হাত থেকে পুরস্কার পেয়েছিল । পরিবার খুশি, বাবা-মা গর্বিত । বাবা-মায়ের সাথে সাথে এলাকাবাসীরও গর্বিত হওয়ার কথা । মেয়ের সুন্দর একটি ভবিষ্যৎ, ভালো একটি ঘরে সংসার - এইতো সব বাবা-মায়ের চাওয়া ।
কিন্তু হায়! সুন্দর সুন্দর স্বপ্নগুলোতে কে বা কারা যেন আগুন লাগিয়ে দিল । নিমিষে ছাই হয়ে গেল মেয়েটির মান, সম্মান, গর্ব, ভবিষ্যৎ । এখন সে এ মুখ কাকে দেখাবে? কোন মুখে আবার স্কুলে যাবে? ওর দোষ কি এটাই ছিল যে ও জন্মগ্রহণ করে দেখেছে যে ওর বাবা-মা হিন্দু? ভালো রেজাল্ট করাটাই কি তবে কাল হল? নাকি অল্প বয়সেই সুন্দরী হয়ে ওঠাটা ভাগ্যে সইল না?
হ্যাঁ, এমনি এক বোনের সম্ভ্রমহানি দেখলাম আমরা । মেয়েটিকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হল, তারপর টানা ৫৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হল । মিডিয়ার কল্যাণে আমরা জানলাম ।
কেউ বলল, "ঠিকই আছে । ওরা তো গনিমতের মাল!" আবার কেউ নিতান্তই না পেরে মুখ দিয়ে চু চু শব্দ করলো । আর কেউ প্রোফাইলে কালো পর্দা টানিয়ে দিল । ব্যাস, দায়িত্ব শেষ!
পার্শ্ববর্তী অনেক দেশের চাইতে আমরা নিজেদের দেশকে ও দেশের সমাজব্যবস্থাকে উত্তম দাবি করি । এখানে ধর্ষণ নাকি কম হয় ।
আমিও তাই বিশ্বাস করতে চাই, এখনও করি । কিন্তু তাই বলে এসব ঘটনা মেনে নেই কি করে? দামিনীর যে বয়স হয়েছিল, এই মেয়েটির তো তাও হল না । দামিনীর ঘটনায় বিশ্ববাসী চুপ থাকেনি । এখন তাদের করণীয় কি?
আচ্ছা, মেয়েটিকে যদি নিজের বোনের জায়গায় স্থান দেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হয়? কি করতে ইচ্ছে হয় ঐ অমানুষগুলোকে? কোন ধর্মগ্রন্থে এমন কাজের বৈধতা দেয়া আছে? আমার তো জানা নেই । আপনি জানেন কি?
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।