অনেক পুরাতন মুভি আছে যেগুলো কালেকশনে আছে কিন্তু দেখা হয়নি। তেমনি একটা মুভি এটি। আজ দেখলাম। যারা দেখেননি তাদের জন্য এই পোস্ট।
টিন-কমেডি মুভি।
যারা টিন-কমেডি মুভির ভক্ত তারা অবশ্যই এই মুভি পছন্দ করবে। মুভির কাহিনী গড়ে উঠেছে ম্যাথু কিডম্যান নামের এক তরুনকে নিয়ে। হাইস্কুলের এই মেধাবী তরুনের স্বপ্ন পলিটিশিয়ান হওয়া। স্কলারশিপ নিয়ে জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু এরই মধ্যে তার পাশের বাসায় এক সুন্দরী মেয়ের আগমন হয়।
তারপর যাকে বলে প্রথম দেখাতেই প্রেম। স্কুল বাদ দিয়ে তাকে নিয়েই ডেটিং। কিন্তু এরই মাঝে পাল্টে যায় সব কিছু যখন সে জানতে পারে তার প্রেমিকা আসলে একজন পর্নস্টার ছিল। কিন্তু পরবর্তীতে ম্যাথু বুঝতে পারে আসলে দানিয়েলকে (তরুণীর নাম) সে সত্যিকার অর্থেই ভালোবাসে। তার পর্নস্টার পরিচয় এর জন্য কোনো বাধা নয়।
কিন্তু দানিয়েল এখন আর ম্যাথুর সাথে থাকতে চায় না। তার কাছে মনে হয় ম্যাথু তার এই পরিচয় জানার পর শুধুই তাকে দৈহিক ভাবে কামনা করে। এমন সময় দৃশ্যপটে হাজির হয় এলি যে দানিয়েলের পর্ন প্রোডিউসার। ম্যাথু দানিয়েলের কাছে নানা ভাবে ক্ষমা প্রার্থনা করে কিন্তু দানিয়েল তা অগ্রাজ্য করতে থাকে। একসময় দানিয়েল এলিকে নিয়ে আবার তার য়াগের কাজে ফিরতে লাস ভেগাস চলে যায়।
ম্যাথুও তাকে ফেরাতে সেখানে গিয়ে উপস্থিত। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়। দানিয়েল চলে আশে ম্যাথুর কাছে। কিন্তু ভিলেন হিসাবে আবির্ভূত হয় এলি!দানিয়েল পর্ন ছেড়ে দেবার কারনে ব্যবসায়িক ভাবে তাকে ক্ষতির মুখোমুখি হতে হয়। এরপরি ঘটতে থাকে নানা ঘটনা।
পুরো কাহিনী শুনলে মুভি দেখার মজাই নষ্ট হয়ে যাবে তাই পুরো ঘটনা জানতে মুভি দেখাই ভালো।
নানা রকম কমেডি আর জোকসে মুভিটি টোটাল বিনোদনের ভরা। মুভিটিতে অভিনয় করেছে এমিলি হিরস,এলিশা কাথবার্ট,টিমোথি ওলিফান্ট সহ আরোও অনেকে। মুক্তি পায় ১৮ ফেব্রুয়ারী,২০০৪। ২৫ মিলিয়ন বাজেটের এই মুভিটি ব্যবসায়িক সাফল্য তেমন পায়নি।
সর্বমোট অ্যায় করে ৩০ মিলিয়ন ডলার। রেটিং মোটামুটি ভালো। আইএমডিবি রেটিং ৬.8। রোটেন টোম্যাটো দিয়েছিলো ৫৫% পজিটিভ রিভিউ।
আমার কাছে মুভিটি বেশ ভালো লেগেছে।
কাহিনীর ভিতরে বেশ বৈচিত্র। শেষ পর্যন্ত ‘হ্যাপি এন্ডিং’। নায়িকার চেহারা দেখে দুই-একবার বুকের ভিতরে মোচড়ও দিয়েছিলো!যাই হোক শেষ করার আগে একটা কথা, আশেপাশে বাবা-মা অথবা বাচ্চা-পলাপান থাকলে এই মুভিটা না চলানোটাই ভালো!
মুভির ডাউনলোড লিঙ্ক
ক্লিক করুন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।