আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম পদত্যাগ করায় ট্রাইব্যুনাল নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। ট্রাইব্যুনাল ২ এর বর্তমান চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর পাচ্ছেন ট্রাইব্যুনাল-১ এর দায়িত্ব আর তার ছেড়ে আসা পদে বসতে যাচ্ছেন ওই ট্রাইব্যুনালেরই সদস্য বিচারপতি ওবায়দুল হাসান। এই সম্ভাবনার কথা বাংলানিউজকে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল পদে নিয়োজিত নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।
এর ফলে একজন চেয়ারম্যান পদত্যাগ করার পর ট্রাইব্যুনালের প্রয়োজন হবে নতুন একজন সদস্য। আর সেই সদস্য কে হতে পারেন সে নিয়েও সম্ভাবনার কথা জানিয়েছেন ওই কর্মকর্তা।
তিনি জানান এক্ষেত্রে দুই জনের সম্ভাবনা উজ্জ্বল। একজন হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং অন্যজন বিচারপতি মোস্তফা জামান ইসলাম। তবে এক্ষেত্রে জেলাজজ মোস্তাক খন্দকারের নামও শোনা যাচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার নাসিরউদ্দিন মাহমুদের হাতেই আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান বিচারপতি নিজামুল হক নাসিম। আইন সচিব আবু সোহেল শেখ মোহাম্মদ জহিরুল হক পদত্যাগপত্রটি গ্রহণ করেন।
পদত্যাগপত্র পরে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন আইন সচিব।
ডোন্ট ওরি-কাচ্চি হবেই হবে!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।