আমাদের কথা খুঁজে নিন

   

১৮ - ১৪ = ২ (বিএনপি + আওয়ামীলীগ)

আমি বাংলার...। বন্ধুরা নিশ্চয় অবগত আছেন আমি নওগাঁ জেলার প্রত্যন্ত এলাকা ধামইরহাটে বসবাস করি, এবং একটি ফাজিল মাদ্রাসার বাংলা বিষয়ে অধ্যাপনা করি। আজ সকালে ১০.১৫ মি: কর্মস্থলে যাবার সময় হরতাল সমর্থক পিকেটাররা আমার মটর সাইকেল আটকিয়ে আগুন দিতে গেলে পিকেটারদের মধ্যে আমার পরিচিতরা তাতে বাঁধা দেয় এবং আল্লাহতালার অশেষ রহমতে আমি বেঁচে যাই। এখানে আমার প্রশ্ন হচ্ছে ১৮ দলের ডাকা হরতালে জনগনের সমর্থণ আদায়ের জন্য এই নাশকতা কতটা গনতান্ত্রিক বলে আপনাদের মনে হয়। গণতান্ত্রিক দল গুলোর যেমন হরতাল করার গণতান্ত্রিক অধিকার আছে, তেমনি সাধারণ নাগরিকদেও অধিকার আছে রাস্তা ঘাটে স্বাধীন ভাবে চলাচল করার। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নাগরিক অধিকার ক্ষুন্ন করা কতটা বে আইনী? অবশ্য আইন-মৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভাইয়েরা তা চেয়ে চেয়ে দেখছিলেন। তাই এই জালাও পোড়াও নীতি থেকে বিরোধিদেরও যেমন সরে আসতে হবে এবং সরকারকেও আন্তরিক হতে হবে বিরোধীদের দাবি গুলো নিযে। আমরা নতুন প্রজন্ম মুখ ফিরে নিলে ১৮ থকে ১৪ বাদ দিলে যা থাকে সেটার লাগালও পাবেন না ইন্‌শাল্লাহ্‌।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।