আমাদের কথা খুঁজে নিন

   

তোমরা যারা লীগ কর

তোমরা যারা লীগ কর— রাজনীতি থাক, সবার আগে কাজনীতিটা ঠিক কর। দেশ গড়ে তো শেষ করেছ যশ পেয়েছ চোর বলে, ব্যাংক-বাজারে অর্থ লুটে মারছ মুটে-দুর্বলে। খুনি-পিশাচ-চোর-চাটুকার তোমরা যারা লীগ কর, ছদ্মমানব একটু এবার নিজকে মানবিক কর! তোমরা যারা ছাত্রলীগ— চাপাতিধর মুজিবসেনা অস্ত্রধারী, পিস্তলিক! ছাত্র মানে জ্ঞান খোঁজে যে তোমরা তো কেউ ছাত্র না, মানুষ মার, কলেজ পোড়াও দেশের জ্যান্ত যন্ত্রণা! স্বার্থলীগের অর্থগৃধ্নু তোদের ব্যবহার করে, তোরা ভাবিস পড়া ছাড়াই ঘাটটা দিল পার করে। তোমরা যারা ছাত্রলীগ— রাজনীতি নয়, জ্ঞানে-গুণে খোঁজো জীবন মাঙ্গলিক! ═════════════ আবদুল হক; সিলেট; ডিসেম্বর ১১, ২০১২।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।