আমাদের কথা খুঁজে নিন

   

হায় হায় টাকলা আবার কয় কি?বিশ্বজিৎ হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’

অদ্ভুত পৃথিবী বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের সময় পথচারী বিশ্বজিৎ দাসের নৃশংস হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক না কেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন। কামরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী কি না, বহিষ্কৃত কি না বা আদৌ তারা ছাত্রলীগে সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করছে, যেখানে কোনো টলারেন্স দেখানোর সুযোগ নেই।

ফখরুল হোক আর যত বড় মাপের নেতাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কামরুল বলেন, ‘এই বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে অনেক দিন ধরেই অপচেষ্টা ছিল। রায়ের সময় যত ঘনিয়ে আসছে, এ অপতত্পরতা ততই বাড়ছে। ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের পারপাস (উদ্দেশ্য) সার্ভ করছে “আমার দেশ”। ’ প্রতিমন্ত্রী আরও বলেন, দলের নেতা-কর্মীদের সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

সুত্রঃপ্রথম আলো  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।