অদ্ভুত পৃথিবী
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা অবরোধের সময় পথচারী বিশ্বজিৎ দাসের নৃশংস হত্যাকাণ্ড ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেছেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোক না কেন, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা ছাত্রলীগের কর্মী কি না, বহিষ্কৃত কি না বা আদৌ তারা ছাত্রলীগে সক্রিয় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত এমন সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করছে, যেখানে কোনো টলারেন্স দেখানোর সুযোগ নেই।
ফখরুল হোক আর যত বড় মাপের নেতাই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। ’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে কামরুল বলেন, ‘এই বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে অনেক দিন ধরেই অপচেষ্টা ছিল। রায়ের সময় যত ঘনিয়ে আসছে, এ অপতত্পরতা ততই বাড়ছে। ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের পারপাস (উদ্দেশ্য) সার্ভ করছে “আমার দেশ”। ’
প্রতিমন্ত্রী আরও বলেন, দলের নেতা-কর্মীদের সংঘাতময় পরিস্থিতি এড়িয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
সুত্রঃপ্রথম আলো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।