আমাদের কথা খুঁজে নিন

   

আর কতটাদিন এইভাবে চুপচাপ বসে থাকা যায়?

I love politics. I want death of those who killed our Army officers. আর কতটাদিন এইভাবে চুপচাপ বসে থাকা যায়? ধৈর্যেরতো একটা সীমা আছে! অসহায় গিনিপিগের মতো আমরা সব নির্যাতন সহ্য করে যাচ্ছি দিনের পর দিন আর জানোয়াড়রা আমাদের ব্যবহার করে ফায়দা লুটে যাচ্ছে। প্রতিবাদী না হওয়া ছাড়া আর উপায় নেই। মেরুদন্ডহীন জাতির মতো আমরা পরিচয় দিচ্ছি। কেন আজকে নিরীহ টেইলারিং ব্যবসায়ী বিশ্বজিৎকে মরতে হবে কোনো কারণ ছাড়াই? কি দোষ ছিল তার? রাজনীতিবীদদের কারণে আজকে বিশ্বজিৎকে প্রাণ দিতে হলো। এর জবাব কি দিবে বি.এন.পি বা আওয়ামী লীগ বা জামায়াত!!! বিশ্বজিৎের হত্যার জন্য সব রাজনৈতিক দলই দায়ী।

এর দায়ভার সবাইকেই নিতে হবে। আজ এই দলগুলোর কারণেই বিশ্বজিৎকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো বিশ্বজিৎকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীরা প্রকাশ্যে আনন্দ করে বেড়ালেও তাদের কিছুই বলা হচ্ছে না। সকালে বিশ্বজিতের রক্তে হাত রাঙিয়ে ওই রাতেই তারা ছাত্রলীগের এক নেতার জন্মদিনে নেচে-গেয়ে আনন্দ করেছে; গতকাল প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বুক ফুলিয়ে অংশ নিয়েছে। অথচ পুলিশ ওদের খুঁজে পায় না। ঘটনার দিনই টেলিভিশন চ্যানেলগুলো দিন-রাত যে ফুটেজ দেখিয়েছে, তাতে ছাত্রলীগের খুনিদের চেহারা স্পষ্ট দেখা গেছে।

সবসময়েই দেখে আসছি যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা সন্ত্রাসী আড্ডাখানা। এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা লুইচ্চা তৈরীর জায়গা। আর, নামকা ওয়াস্তে সাংবাদিকরা কয়েকটা দিন এই খবর নিয়ে কই মাছের মতো লাফালাফি করবে এরপর আবার দূর্বল যুবকের মতো নেতিয়ে যাবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।