দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি / যাহা আসে আজ কই তাহা মুখে এই নৃশংসতার কোন ক্ষমা নেই! এই নির্মমতার কোন ক্ষমা নেই! বিশ্বজিৎ, তুই ক্ষমা করিস না, ভগবানের কসম, বিশ্বজিৎ, তুই ক্ষমা করিস না! বিশ্বজিৎ, যখন তোমাকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে কুপিয়ে হত্যা নেশায় মেতে উঠে জল্লাদের দল যখন তোমার রক্তধারায় লালে লাল হয়ে উঠে ঢাকার যান্ত্রিক প্রাঙ্গন, যখন তোমার ওই রক্তলাল শার্টই হয়ে যায় এক প্রস্থ রক্তস্নাত বাংলাদেশ, যখন তোমার সাব-অলটার্ণ রক্তধারায় পুষ্ট হয়ে উঠে নষ্ট রাজনীতি তখন আদিম হিংস্র বর্বরতাও বোধ করি লজ্জায় মুখ বুজেছিল! তখন আম্রিকার দাস নিধনযজ্ঞও বুঝি হার মেনে নিয়েছিল অকপটে! তখন মধ্যযুগীয় নৃশংসতাও বোধ করি লজ্জায় লালে লাল হয়ে গিয়েছিল! যে সমাজ নীরবে সয়ে যায় এই নির্মম হত্যাকাণ্ড, যে নগর জুড়ে খুনির দল ঘুরে বেড়ায় তুমুল স্পর্ধায় যে শাসন কাঠামো জল্লাদের নিরাপত্তা দানে ব্যস্ত অবিরাম যে শিক্ষা –কাঠামো প্রসব করে এক ঝাঁক আধুনিক উন্মত্ত জঙ্গি যে রাজনীতি রক্তের সিঁড়ি বেয়ে উঠে যায় ক্ষমতার মসনদে বিশ্বজিৎ, তোমার রক্তের দাগ লেগে আছে সে সমাজ সভ্যতার মসৃণ পাটাতনে! বিশ্বজিৎ, তুই ক্ষমা করিস না, ভগবানের কসম, বিশ্বজিৎ, তুই ক্ষমা করিস না! তুই অভিশাপ দিয়ে যা! অভিশাপ দিয়ে যা শুয়োরের বাচ্চাদের নষ্ট ভ্রষ্ট গণতন্ত্রের প্রতি! অভিশাপ দিয়ে যা শুয়োরের বাচ্চাদের রক্তপিয়াসু ক্ষমতার রাজনীতির প্রতি! অভিশাপ দিয়ে যা শুয়োরের বাচ্চাদের অবরোধ আর অ্যান্টি অবরোধের প্রতি! আর অভিশাপ দিয়ে যা সর্বংসহা ১৬ কোটি মানুষের নির্লিপ্ততার প্রতি! (কবিঃ যুবায়ের আল মাহমুদ)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।