আমাদের কথা খুঁজে নিন

   

ডঃ রশিদ ঘানুশি

জামায়াত নেতাদের বিচার অবৈধ । না হলে গণভোট দিন : ড. রশিদ ঘানুশি মানবতাবিরোধী অপরাধ নয় বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণেই অবৈধভাবে জামায়াত নেতাসহ বিরোধীদের বিচার করা হচ্ছে। তা ছাড়া জামায়াত নেতাদের বিচার অবৈধ না হলে গণমত যাচাইয়ের জন্য গণভোটের আহ্বান জানান তিউনিসিয়া বিপ্লবের নায়ক ড. রশিদ ঘানুশি। গতকাল বিকেলে তিউনিস শহরে আল নাহাদা পার্টি কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে এ আহ্বান জানান তিনি। সমাবেশে সরকারি দলের অন্যতম নেতা আল জাবেরির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসরের সরকারি দল মুসলিম ব্রাদারহুডের সাবেক প্রধান মাহদি আকেফ, সুদানের দারফুরি আন্দোলনের অন্যতম নেতা সুদানের ভাইস প্রেসিডেন্ট আদম ইউসেফ, ব্রাদারহুডের ছাত্রসংগঠনের আইমান আব্দুল গনি।

মুসলিম ব্রাদারহুডের সাবেক প্রধান অধ্যাপক গোলাম আযমের বন্ধুবর মাহদি আকেফ বলেন, বাংলাদেশসহ আজ বিশ্বের মুসলমানদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে তা সবাই অবগত। তবে কে বা কারা এই জুলুম-নির্যাতন করছে আজ বিশ্ববাসীর কাছে তারা পরিচিত। জামায়াতে ইসলামী দেশের মানুষকে নিয়ে রাজনীতি করে আসছে। তাদের অপরাধ তারা নিজদের মতামত প্রকাশ করেছে ১৯৭১ সালে। যার ধুয়া তুলে মুজিবের কন্যা জুলুম-নির্যাতন চালাচ্ছেন।

তবে আমি তাদের হুঁশিয়ার করে দিতে চাই তাদেরকে বাংলাদেশের মাটিতেই রাজনীতি করতে হবে অন্য দেশের মাটিতে নয়। তাই কালপেণ না করে অবিলম্বে জামায়াত নেতাদের মুক্তি দিয়ে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এমন কিছু করুন। অন্যান্য নেতা বলেন, সরকারি দল যদি যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে চায় তবে তাদের দলের নেতাকর্মীদের দিয়েই আগে শুরু করতে হবে। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।