আমাদের কথা খুঁজে নিন

   

কেন অতিরিক্ত যাত্রী হয়ে বাসে ছড়বেন? গেট আইডিয়া/যুগান্তকারী আইডিয়া

ami hasi khusi thakte chai ebong onnoke o hasate chai. ঢাকা শহরে প্রতিনিয়ত মানুষ বাড়ছে। চাকরির সুবাদে, পরাশুনার জন্য, বাবসার খাতিরে প্রতিদিন, প্রতি মাসে, প্রতি বছরে মানুষ ঢাকাতে শিফট হচ্ছে। জনসংখ্যার সাথে তাল মিলিয়ে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সংখ্যক গাড়ি কিন্তু বাড়ছে না। ফলে যাতায়াতে দারুন সমস্যায় পড়তে হয় ঢাকাবাসীদেরকে। এ সমস্যাটা প্রকট হয় বেশি সকাল বেলা অফিস টাইম এ।

প্রতিটা গাড়ি ফুলফিলটো থাকেই সাথে অনেক যাত্রীকে বাসের গেটে বাদুড়ের মত ঝুলে ঝুলে যেতে হয়। আজ থেকে ৫-১০-১৫ বছর পর কি হবে। এ সমস্যা সমাধানে আমার একটা যুগান্তকারী আইডিয়া আছে। এটাকে বলা যেতে পারে চুম্বক সমাধান। বাসা থেকে বের হউয়ার সময় সবাই তাদের নিজ নিজ বড় চুম্বক নিয়ে বের হবেন।

সেটাকে ভালমত বুকের সাথে বেধে আল্লাহর নাম নিয়ে ঝাঁপ দিন বাসের চারপাশের (যেদিকে ইচ্ছা) টিনের সাথে। আপনাকে আর কিছুই করতে হবে না। ওই চুম্বকই আপনার শরীরকে আটকে রেখে আপনাকে আপনার মঞ্জিল পর্যন্ত বা আপনার অফিস পর্যন্ত নিয়ে যাবে। কারো কাছে আরও আইডিয়া থাকলে প্লিজ শেয়ার করবেন। ধন্যবাদ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।