আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তর; in 354 seconds

ছেলে মিডিয়ার উপরে পড়াশোনা করে এসেছে বাইরে থেকে। ঢাকায় এসে, একটা ক্রিয়েটিভ এজেন্সিও খুলে। কিছু কাজ ও পেয়ে যায়... কিন্তু এই সেক্টরের আনপ্রফেশনালিজম ও নোংরা পলিটিক্স এর কারণে, খুব একটা টিকতে পারেনি। তার কাজ আমি দেখেছি...আমার ২/৩ টা কাজ, আমি তাকে দিয়ে করিয়েছিও; অসম্ভব স্ট্যান্ডার্ড কাজ করে... কিন্তু ভাগ্য খারাপ, এই সেক্টরে টিকতে পারল না আজকে আমাকে নক করে ওর একটা কাজ দেখালো... আমি রীতিমত মুগ্ধ। 'এই বিষয়টি নিয়ে যে কাজ করা যায়', এটা যে তার মাথায় এসেছে, এর জন্যই তাকে সাধুবাদ জানাই। তার বয়সী ছেলেরা আজকে যেখানে, মিডিয়া লাইনে পড়াশোনা করে এসেও সস্তা নাটক বা এড বানানোর জন্য উঠেপরে লেগে আছে, সেখানে সে; নিজ উদ্যোগে এরকম একটা কিছু বানিয়েছে। চিন্তাই করা যায় না। প্রচণ্ড ইনফরমেটিভ একটা ক্লিপ!! ...আমি তো মনে করি, স্বাধীনতার পরে জন্ম নেয়া প্রত্যেক বাংলাদেশীর এই ক্লিপটা দেখা উচিত। শুধু একবার না, প্রতি সপ্তাহে একবার দেখা উচিত! সৃষ্টিকর্তা তোর মঙ্গল করুক Shamsul Arefin Collected: for Video Click below link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।