"যাদের মুখের বুলি আজ আগুন জ্বাল, আগুন জ্বাল /..../তাদের কেউ চাই না রে "মাগো.." তোর ভাল"। । । এই বিজয়ের মাসে সকল টিউনারদের আমার শুভেচ্ছা, আশা করি সবাই ভালই আছেন। আমি আজ অনেক দিন পর আজ টিউন করতে বসলাম।
আর আমি কিন্তু একজন সাধারন ব্লক লেখক তাই ভুল হলে ক্ষমা করবেন।
আমি আজ যে বিষযে টিউন করব সেই বিষয় নিয়ে হয়ত আগে অনেকে টিউন করেছেন। তাই আজ আমার এই টিউনটি যারা নতুন তাদের জন্যই। আসলে বর্তমান সময়ে আমরা সবাই ভিডিও বা অডিও দেখা বা শুনার জন্য অনেকে অনেক ধরনের সফটওয়ার ব্যবহার করি। কিন্তু এই অডিও বা ভিডিও ফাইল গুলো অনেক ধরনের ফরম্যাট এ ফরম্যাট হয়ে থাকে।
তাই অনেক সময় দেখা যায় আমাদের এই অডিও বা ভিডিও সফটওয়ার দিয়ে ভিডিও ফাইল গুলো চলে না বা সার্পোট করেন। এর কারন হল আমাদের ব্যবাহর করা এই অডিও বা ভিডিও সফটওয়ার গুলো ঐ ফরম্যাট এর ফাইল সার্পোট কারেনা। তাই আমি আজ এমন একটি সফটওয়ার নিয়ে আসেছি যা অনেক ধরনের ফরম্যাট ফাইল সার্পোট করে। এবং ভাল রেজুলেশন এর মুভি দেখে অনেক মজা পাবেন। এই সফটয়ার টি সম্পর্কে বিস্তাররি জানতে এখারে ক্নিক করুন ।
তাই এত কথা না বলে যাদের লাগবে তারা এক্ষনি সংগ্রহ করতে পারনে। ভাল লাগলে আওয়াজ দিযেন।
ডাওনলোড এখানে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।