আমাদের কথা খুঁজে নিন

   

কেন এত নৈরাজ্য ?????

স্বাধীন একটি দেশ বাংলাদেশ। ১৯৭১ একাত্তরে এই দেশের জন্ম। ৭ কোটি মানুষ থেকে আজ ১৬ কোটি মানুষের বসবাস এই দেশে। এই দেশের ৮৫ শতাংশ মানুষ শান্তি প্রিয়। তারা কারো উপর ভরসা করে না।

কৃষি কাজের মত অতন্ত কঠিন কাজ করে যারা জীবিকা নির্বাহ করে। সেই দেশের মাত্র ১৫ শতাংশ মানুষের নৈরাজ্যের জন্য আজ আমাদের বিশ্বের কাছে মাথা নিচু করে চলতে হয়। আজও এনটিভির সংবাদে দেখতে পেলাম অবরোধের সময় একজন জার্মান নাগরিকের গাড়িতে হামলা হলো। সে দিন জামাত শিবির আমিরিকান এম্বাসিডরের গাড়িতে হামলা করে। আর এই হামলার পরও কি আমরা বিদেশী বিনিয়োগ আসা করতে পারি?? পারি না।

আমাদের পর্যটন খাত ইতিমধ্যে বির্পযস্থ। অথচ কত সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র রয়েছে আমাদের। তবে কেন এত নৈরাজ্য?? কেন দেশের সম্পদ নষ্ট করে আন্দলন। গতকাল এবং আজ যে গাড়ী গুলো পুড়ানো ও ভাংচুর করা হলো এগুলো কি বাংলাদেশের বাইরের সম্পদ?? অবরোধ কেন? কারা এর ফলে উপকৃত হলো? দেশের অর্থনৈতিক চাকা দীর্ঘ ৮ ঘন্টা +( আতঙ্কগ্রস্থ করে আরো ২২ ঘন্টা) বন্ধ রেখে বিরোধীদলের কি লাভ হলো উলটো্‌ এই হানাহানির ঘটনায় আগামী মঙ্গলবার আবারো হরতাল টাকলেন। দেশের অর্থনৈতিক চাকা আবারো ২৪ ঘন্টার জন্য বন্ধ থাকবে।

তাহলে কিভাবে বাংলাদেশ উন্নয়ন হবে?? কবে আমরা উন্নত একটি দেশ দেখবো ???  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।