আমাদের কথা খুঁজে নিন

   

সিপি'র ব্যানারে শর্ট ফিল্মঃ Momentos Paralelos - ফযলে শিশির

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা এই শর্ট ফিল্মের পেছনে ছোট্ট একটা গল্প আছে। গল্পটি ডেডিকেশনের, গল্প প্যাশনেটের, গল্পটি কিছু একটা করার অদম্য ইচ্ছার। সিপি থেকে কিছু প্রোজেক্ট শুরু করা হয়েছিলো, শর্ট ফিল্ম প্রোজেক্ট। ২য় প্রোজেক্ট নিয়েছিলো ফযলে হাসান শিশির। আমি যে গল্প দিয়েছিলাম সেটা শিশির পছন্দ করেনি।

তাই সে ঠিক করলো সে নিজ থেকে একটা শর্ট বানাবে। তথাস্তু। শিশির ময়মনসিংহ এর ছেলে। ক্যামেরা চালাতে জানলেও সে জানেনা এডিটিং। তাই সে ভাবলো সিপির অন্য কাউকে দিয়ে এডিটিং করাবে।

কাকে দিয়ে করানো যায় সেটা আমাকে জিজ্ঞেস করায় বললাম সিপি'র প্রথম শর্ট ফিল্ম নির্মাতা অংশুর কথা। শিশির একদিন তার সাধের কুলপিক্স ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো। ঢাকা এসে যত্র তত্র শুট করে সন্ধায় অংশুর কাছে ক্লিপ্স জমা দিয়ে আবার ফিরতি পথ ধরে ময়মিনসিং চলে গেলো। অংশু সেটা এডিট করে অনলাইনে পাঠিয়ে দিলো শিশিরের কাছে। এভাবেই জন্ম নিলো MOMENTOS PARALALELOS - the moments, less cared ... It’s a story of some moments. Some moments we see in our every life. Some moments those never touch us. Now watch them with your inner eyes; do you feel something different! প্ল্যানিং, ক্যামেরা ও পরিচালনায় – ফজলে হাসান শিশির এডিটিং – তাহমিদ অংশু সিনেমা পিপলস এর পরিবেশনায় একটি Paper-Plane প্রোডাকশন কারো যদি ইয়ুটিউব না চলে তাহলে এখান থেকে Vimeo থেকে দেখে ফেলুন... মাত্র ২ মিনিট সময় নষ্ট করে একটা ফীডব্যাক দিতেই পারেন ছেলেটাকে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।