আমাদের কথা খুঁজে নিন

   

কোন এক গভীর রাতে

হে অনিন্দ্যসুন্দরী্, তোমার রুপের আগুনে তোমার শুদ্ধবচনে তোমার প্রেমে ও পবিত্রতায় আমার বিতস্পৃহ মনকে জাগিয়ে তোলো, গুঞ্জনে গুঞ্জনে মুখরিত করো আমার চারপাশ, সোনালি জোছনায় প্লাবিত করো আমার পৃথিবী। কোন এক গভীর রাতে, আকাশে পূর্ণ চাদেঁর দিকে চেয়ে জানালার ধারে; আমার ক্লান্ত দেহ থাকে পড়ে অন্ধকারে বিছানার উপরে, আর আমি ; বারবার শুধু তোমারেই করি মনে। হঠাৎ শীতল হাওয়া জানালায় দিয়ে যায় দোলা, তোমার জানালার ভিতর দিয়ে দখিনা বাতাসের সাথে মিশে, আমার নিশ্বাস যেয়ে ঢোকে তোমার নিশ্বাসে ; কোন এক গভীর রাতে, আকাশে পূর্ণ চাদেঁর দিকে চেয়ে জানালার ধারে; তোমারও ক্লান্ত দেহ থাকে পড়ে অন্ধকারে বিছানার উপরে, আর তুমি; বারবার শুধু আমারেই করো মনে। ( আমাদের এমনই প্রেম, ডি মুন, ১১/০৫/২০১৩, রাত ০২;৩২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।