আমি কি বাংলাদেশী না বাঙালী .................... সাধারন জসগন যাদের তিনবেলা খাবারের সংস্থানে রাস্তায় বের হতে হয়, এই াবরোধ আর হরতাল এথন জনগনকে কস্ট দেয়া ছাড়া অন্য কোন উপকারে আসে না । দেশ স্বাধীন তবে কতিপয় দল এর নেতারা তাদের ব্যক্তিগত সম্পদ হিসাবে মুক্তিযুদ্ধকে দাবী করে তারা কি এই জনগনদের কে উপেক্ষা করলেন ?? যারা হরতাল অবরোধ কোনটা্ই সমর্থন করে না ???
অবরোধকারীদের অরাজকতা আজ কে অবরোধবিরোধীদের অরাজকতায় ছাপিয়ে গেছে । চাপাতি আর অশ্র নিয়ে রাজনৈতিক নেতাদের প্রদর্শন কিসের আলামত ?? এটা কি রাস্তায় চলাচলকারীদের সুবিধার জন্য নাকি তাদের হঠাৎ কোন বিপদে পরে যাবার লক্ষন ??
কার কাছে মনের কথা বলবে এই খেটে খাওয়া জনগন ?? ক্রিকেট দলের বিজয় মিছিলের নামে যখন চাপাতি আর শটগান টিভিতে দেখানো হয় তখন রাজনৈতিক নেতাদের দিনশেষে গলাবাজি জনগনকে কিসের ইসারা দেয় ??
আর কতকাল সরকারী দলের নেতাদেরকে পুলিশ সহায়তায় এরকম অশ্র বাজি করতে দেখবো ? কে দেবে আমাদের আশ্রয় ???
গলাবাজ নেতারা দেখেও দেখে না সরকারী দলের কুকর্ম, হানাহানি, তবে ৯৬ এর চেয়ে কিছুটা সভ্য হলেও আজ আর কেই বলে না একটি লাশের পরিবর্তে ১০টি লাশ !! তবে আজ বিজয় মিছিলের নামে হয় চাপাতি মিছিল । পার্থক্য টা এটাই যে সভ্যতার প্রমান দিতে পারেন নেতারা। আর মুখ পাত্রগন যেভাবে গলা জাহির করে বলেন তাদের চোখে নিজের চাপাতি-বন্দুক নিয়ে ছেলেখেলা দেখেও যারা দেখেন না তাদের জন্য শুধু এটুকুই বলা যায়, নিজের দোষ না দেখলে অপরকে দোশারোপ করা সমাজ-সভ্যতায় মুল্যহীন গলাবাজি, যার মুল্য মানুষ নামক জীব কোনদিন দেয়নি, তবে রাজনীতিবিদদের কাছে এটা ভিন্নরুপ, কারন এদেশে রাজনীতি মানুষ করে না, রাজনীতি করে অমানুষ কিছু ব্যবসায়ী যারা রাজনীতিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে যাচ্ছে এবং রাজনীতিবিদরা তাদের পা চাটা কুকুর।
যে ব্যবসায়ীরা কর্মচারীদের বেতন না দিতে পেরে আগুন দিয়ে কর্মচারী পুড়িয়ে মারেন আর বকেয়া টাকা পরিশোধের চেয়ে নিজের ক্ষতি নিয়ে হাহাকার করে আর বীমার টাকায় নতুন ব্যবসা করে নেয়। শুধূ হারিয়ে যায় কিছু খেটে খাওয়া মানুষ। টাকার ব্যবসা চলতেই থাকে ।
জামাত যেভাবে সারাদেশে পরিস্থিতি নষ্ট করে ফেলেছে, সেখানে রাজনীতির পরিচালনা নিজ হাতে ফিরিয়ে আনার জন্য জঘন্য কোন ঘটনাই লক্ষ্য এটা সমাজ বিঞ্জানে রাস্ট্রবিঞ্জানে বলে । তদন্ত ছাড়া কিভাবে সরকার প্রধান আর স্বরাস্ট্র মন্ত্রী দুস্কৃতির বর্ননা দেয়।
এই আগুন পেড়েছিল জামাত এর আগুন নিভিয়ে শোক এর আগুন বয়ে দিতে দেশব্যাপী। আর এসব আমাদের সম্মানিত দেশ নেতাদের কাছ থেকে শিখে নিছ্ছে ভবিষ্যত প্রজনম্। আর কত দিন .........?????
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।