আমাদের কথা খুঁজে নিন

   

যদি আবার আসতে

সেই প্রাণ যার এক হাতে শুভ্র কপোত অন্য হাতে তলোয়ার দল বেঁধে সব করছে খেলা, গাইছে হেসে হেসে বাডির পথে দয়াল রাসুল ঈদের নামাজ শেষে। দেখেন সবাই আনন্দে উচ্ছল শুধু একটি ছেলে পথের ধারে চোখ দুটো ছলছল। থমকে দাডান দয়াল নবী অন্তরে পান ব্যাথা প্রশ্ন করেন কাঁদছ কেন পথের কিনার ঘেঁষে। যুদ্ধে আমার আব্বু শহীদ আম্মুও নেই বেঁচে কেমন করে আনবো হাসি দুঃখ নদী সেঁচে, কেউতো আমায় আদর করে দেয়নি আদর মেখে আমার সাথে কেউ খেলেনা লাল জামা নেই দেখে। ছোট বুকে কষ্ট আহা কিযে, ভাবতে গিয়ে নবীর চোখও অশ্রুতে যায় ভিজে। আজকে থেকে আব্বু আমি আয়েশা তোমার মা রইলোনা আর সেই ছেলেটির দুঃখ অবশেষে। সিরিয়া লিবিয়া ও প্যালেস্টাইনের সকল নির্যাতিত শিশুদের উদ্দেশ্যে যাদের পাশে দাডানোর জন্য নেই কোন মুহাম্মদ (সঃ), কিন্তু তার অনুসারীরা আজ কোথায়......?  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।