আমাদের কথা খুঁজে নিন

   

চরম গরমে পরম অশান্তি

কাতর প্রভাত যাতনা ভারে যখনই হইবে ভারী, এক পেয়ালা কুয়াশা তুলিয়া চলিব রাতের বাড়ি। ঘরের ভেতর আগুন জ্বলে, চেয়ার খানা গরম, জামা কাপড় গায়ে থাকে না হারিয়ে গেছে শরম। ফ্যান ঘুরছে ধীর গতিতে টানছে গরম হাওয়া, কলের পানিও গরম তাতে, যায় রে ভাই নাওয়া। বালিশ গরম বিছানা গরম, পারিনা একটু শুতে, সেই বিছানায় ভাগিনা আবার দিয়ে গেছে মুতে। গাছের পাতা নড়ে না রাতে, রৌদ্র দিনে চরম, শরৎ হেমন্ত,বসন্ত নাই আছে শুধু গরম। গরম এখন রাজনীতির মাঠ, গরম তাদের প্যানেল, বুদ্ধিজীবিদের দৌরাত্বে গরম টিভি চ্যানেল। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি গরম বাজার সদাই। কারো কারো মাথা গরম কারণ ছাড়া হুদাই। চারিদিকে গরম এখন গরম যুগের হাওয়া, নিশ্চিন্তে হয় না শুধু গরম কফি খাওয়া।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।