পূর্ণ হতে চাইনি তাই পূর্ণতার খোঁজ করি, অপূর্ণতাই থেকেছে পাশে তাই অপূর্ণতার কাছে ঋণী স্বপ্নের রাজকুমার ভেবে করিনি প্রতীক্ষা তোমার স্বাগত দৃষ্টি সামনে মেলে, আমি তো বিশ্বাস করেছিলাম তুমি আছো- ছিলে পেছনের প্রতিটিক্ষণ আগলে। ধরতে চাইনি তো হাত কিংবা শিহরণী কোনো ছোঁয়া নেবো বলে, ভেবেছিলাম অজুহাত ছাড়াই- দুষ্টুমির শাস্তি দেবো দু'টি কান মলে। মধুচন্দ্রিমার বাসর যে আমি সাজাইনি কখনো চোখে নিশ্চিন্তে চেয়েছিলাম একটু রাখতে মাথা, তোমার অস্থির বুকে। চাইনি তো মন ভাল করবে, ভাসবে চোখের কান্না জলে শুধু বলবে একটু ঘুমাও, ধীরহাত বুলিয়ে এলোচুলে। চলে গেছে পাশ কেটে কত অজানা চেহারা হাসিমুখে আমি তো খুঁজেছিলাম তোমার মুখটি, আড়াল থাকা ছায়াতে। শোরগোল ছিল আমার সন্ধানে, গ্রাস করে নিতে আমি শুধু হারিয়েছিলাম একা তোমার নিস্তব্ধতাতে। কল্পনাকে বাস্তবতা দিতে চেয়েছে মন শতবার কিন্তু আসতেই পারিনি তোমার সামনে, ভয় ছিল হারাবার! সেই তুমি আজও সেভাবেই গেছো রয়ে, চুপচাপ সত্য তোমায় ভালবাসি! নাকি বাসি না! প্রতিদিন প্রশ্ন করে চলে সহস্র পদ্য...। View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।