আমাদের কথা খুঁজে নিন

   

এই ভাবে সংসদে যোগ দেওয়ার চেয়ে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে থাকা শ্রেয়।

(لا اله الا الله محمد رسول الله) মাঝে মাঝে চিন্তা করি আমাদের চরিত্র, নৈতিকতা কত নিন্ম স্তরে? আমারা কতটুকু নগ্ন হলে তাকে উলঙ্গপানা বলবো? ভুলে গেছি আমরা লজ্জা আর শরম নামক শব্দ গুলো,,কোন অবস্থাই আমরা নিজেকে নিজে মুল্যায়ন করতে পারতেছিনা, বিচার বিবেচনা করার ক্ষমতা হরিয়ে ফেলেছি আমরা যেই কাজ গুলো করতেছি তা কতটুকু নৈতিক হচেছ, এটা কি আমাদের জাতিগত চরিত্র? নাকি অভ্যাস? নাকি অভিশাপ? নাকি ভুল? তবে একটা ব্যাপারে আমারা খুবই পারদর্শী তুখোড় দক্ষ , আর তা হলো অন্যের ভুল ধরা ও অন্যের সমালোচনা করা, ৩ ই জুন ২০১৩ বি,এন,পি দীর্ঘ্য ৮৩ সংসদ কার্য দিবস অনুপস্থিত থাকার পর ৮৪ তম দিনে এসে জাতীয় সংসদ অধিবেশনে যোগ দিলেন, প্রথমে ভেবে ছিলাম, বি,এন,পি হয়তো তাদের ভুল বুজতে পেরেছে, সংঘাত এর পথ পরিহার করে তারা আলাপ আলোচনা আর শান্তির মাধ্যেমে সরকারের সাথে আলোচনার মাধ্যমে তাদের দাবীগুলো আদায়ে চেষ্টা করবে, আর জনগনের কাছে তারা তাদের দাবী গুলো তুলে ধরবে আর এই ব্যাপারে জনসমর্তন আদায় করার চেষ্টা করবে, কিন্তু বাস্তবে হলো কি? কি দৃশ্য আমরা দেখলাম আজ জাতীয় সংসদে? বি,এন,পি একটানা দীর্ঘ্য ৮৩ সংসদ কার্য দিবসে অনুপস্থিত থাকার পর ৮৪ তম দিনে এসে সংসদে যোগ দিলেন, এই বারের অধিবেশনে যদি বি,এন,পি যোগ না দিতে তাহলে তারা সংসদীয় আইনের মারপ্যাচে ফেঁসে যেত , আর আইন অনুসারে হারাতে হত সবার সংসদ সদস্য মর্যাদার পদ, কারণ একটানা ৯০ দিন সংসদীয় কার্য দিবসে যদি কোন সংসদ সদস্য অনুপস্থিত থাকেন তাহলে আইন অনুসারে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে, সংসদ সদস্য পদ বাতিল হলে হারাতে হবে যাবতীয় সরকারী বেতন ভাতা, গাড়ী বাড়ী সহ সব সুযোগ সুবিধা, একটানা দীর্ঘ্য ৮৩ দিন সংসদে অনপস্থিত থাকার পর ৮৪ তম দিনে যোগ দিলেও বি,এন,পি মাত্র অল্পসময় পর সংসদ হতে ওয়াকআউট করেন সমান্য একটি ছুতো ধরে, একটানা ৮৩ দিন সংসদে অনুপস্থিত তাকার ৮৪ মত দিনে সংসদে যোগ দেবার পর মাত্র অল্প সময় পর ওয়াক আউট করায় প্রমাণ করে বি,এন,পি যাষ্ট সংসদে তাদের সংসদ সদস্য পদ ধরে রাখতে, সংসদে যোগ দিয়েছিল, বি,এন,পি এই ভাবে সংসদ হতে ওয়াক আউট করে যা প্রমাণ করে গেল। ১) বি,এন,পি যাষ্ট তাদের সংসদ পদটি ধরে রাখতে সংসদে গিয়ে ছিল ২) সংসদের অধিবেশনে যোগদান বি,এন,পির জন্য মুখ্য নয়, মূখ্য হলো সংসদের আর্থিক সুবিধা ও বেতন ভাতা , বি,এন,পি যতই বলুক তারা ঢাকায় এক মাসের জন্য সমাবেশ নিসিদ্ধ করার প্রতিবাদে সংসদ হতে ওয়াকআউট করেছিল , এটা জনগন কোন অবস্থায় বিশ্বাস করবেনা, কারণ আমরা জনগন এতই বোকা না, সংসদের অধিবেশন ভাল লাগেনা অথচ রাস্তায় বসে সরকারের বিরুদ্ধে উষ্কানী দিতে ভাল লাগে, সংসদের ভিতর অধুনিক এরার কুলার , আধুনিক সুযোগ সুবিধা সহ সরাসরি টেলিভিশনে লাইভ বক্তব্য দিতে ভাল লাগেনা বি,এন,পির অথচ প্রাইভেট চ্যানেল গুলোর টক শোতে বক্তদিতে ভাল লাগে, যে টক শো গুলো প্রচার হয় দেশে যখন রাত ১২ টা আর মানুষ যখন ঘুমিয় থাকে, এই ভাবে নিলর্জ্জ এরমত সংসদের আর্থিক সুবিধা ও বেতন ভাতা সহ গাড়ী, ঢাকায় বাড়ীর সুবিধা না নিয়ে টাকার অভাব হলে ভিক্ষুকের মত থালা নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করা আমি শ্রেয় মনে করি। @মোহাম্মদ হারুন, তারিখ ৪/৬/২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।