আমাদের কথা খুঁজে নিন

   

আজব শখ গিটার বাগান

নতুন বছরের প্রথম সূর্য উঠবে কাল পুব আকাশে। কাল নতুন দিন। মহাকালের চিরন্তন গতি প্রবাহে বিগত হয়ে গেলো আরো একটি বছর। শুরু হলো ইংরেজি নতুন বছর ২০১৩। এই কামনায় স্বাগত ২০১৩।

সম্রাট শাহজাহান স্ত্রী মমতাজের প্রতি ভালোবাসা অমর করে রাখার জন্য তাজমহল বানাতে পারলে আর্জেন্টাইন কৃষক মার্টিন তো স্ত্রী গ্রাসিয়েলার স্মৃতির রক্ষায় একটি গিটার বানাতেই পারেন। তার এই গিটারপ্রেমের নিদর্শন তাজমহলের চেয়ে কোনো অংশেই কম নয়। তিনি কয়েক বছর ধরে স্ত্রী গ্রাসিয়েলার সম্মানে তার খামারে গিটারের ডিজাইনে সাত হাজার সাইপ্রাস ও ইউক্যালিপটাস গাছ লাগিয়েছেন। ১৯৬০ সালে মার্টিনের বয়স যখন ২৮ তখন ১৭ বছর বয়সী গ্রাসিয়েলাকে দেখে তিনি মুগ্ধ হয়ে যান। সিদ্ধান্ত নেন বাকি জীবনটা এই নারীর সঙ্গেই কাটিয়ে দেবেন।

সে সময় মার্টিন ইউরোপ ভ্রমণ করছিলেন। তবে গ্রাসিয়েলার সৌন্দর্যের মাধুর্য তিনি খুব বেশিদিন উপভোগ করতে পারেননি। ২৫ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যায় গ্রাসিয়েলা। মার্টিন ও গ্রাসিয়েলার দাম্পত্য জীবনের সুবর্ণ সময়ে যখন তারা একদিন পাম্পা খামার এলাকার ওপর দিয়ে উড়ে যাচ্ছিলেন। তখন গ্রাসিয়েলা মার্টিনকে বলেন, এখানে তারা একটি বাগান করবেন যার ডিজাইন হবে একটি গিটারের মতো।

সংগীতের সব উপকরণের মধ্যে গিটার ছিল গ্রাসিয়েলার সবচেয়ে প্রিয়। তবে মার্টিন সে সময় নিজের কাজকর্ম নিয়ে এতটাই ব্যস্ত ছিলেন যে প্রিয়তমা স্ত্রীকে বলেছিলেন, এ ব্যাপারে আমরা পরে কথা বলব। হঠাৎ মারা যাওয়ার সময় গ্রাসিয়েলার পেটে তাদের পঞ্চম সন্তান। শোকে কাতর মার্টিন একদিন ঠিক করলেন স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করবেন। অনেককে ডেকে গিটারের মতো দেখতে বাগান করার পরিকল্পনার কথা জানালে কেউ তেমন সাড়া দেয়নি।

অবশেষে তিনি নিজেই ওই খামারে গিটারের আয়তনের নকশা করে সাইপ্রাস ও ইউক্যালিপটাস গাছ লাগাতে শুরু করেন। ১৯৭৭ সাল থেকে বাগানে গাছ লাগানো শুরু করেন তিনি। প্রথমে তার সন্তানদের দাঁড় করিয়ে গিটারের মাপ ঠিক করতেন। ধীরে ধীরে পুরো গিটারের পরিমাপে গাছ লাগানো হয়। এই সাত হাজার গাছ ঠিকমতো দেখাশোনা করতে মার্টিনকে অবশ্য অনেক কষ্ট করতে হয়েছে।

ডিজাইনের বাইরে গেলে নতুন করে গাছ লাগাতে হয়েছে। স্ত্রীর সম্মানার্থে এ কাজ করে ৭০ বছর বয়সী কৃষক পেড্রো মার্টিন এখন বেশ আত্মতৃপ্ত। পর্যটন এলাকা হিসেবেও ওই অঞ্চলের নাম ছড়িয়ে পড়েছে। ১৯৯০ সালে মার্টিনের জীবনে নতুন সঙ্গিনীর আবির্ভাব হলেও তাকে বিয়ে করেননি তিনি। প্রেমিকা মারিয়া অবশ্য প্রেমিকের স্ত্রী ভক্তি দেখে বেজায় খুশি সত্যিকারের ভালোবাসার জন্যই মার্টিন এমন বিশাল নিদর্শন প্রতিষ্ঠা করতে পেরেছেন।

মার্টিনের পরলোকগত স্ত্রীর স্বপ্নের গিটারের বাগান হয়েছে ঠিকই, কিন্তু দু’জনের কেউই ওপর থেকে দেখেননি তা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।