আমাদের কথা খুঁজে নিন

   

শুভ বিদায়

আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। ঘটছে অহর্নিশ, ধীরে,কখনো বা ত্বরিত বেগে উত্থান-পতন এর মাঝে জীবনের খেলা অর্বাচীন নয়,প্রকৃতির বিধান। তাই তো মনে হয়, জীবনের মাঠে সিদ্ধি লাভ আর কর্মের মাঝে পরিনতি এক কভু নয়। বিস্তর হয়ে যোজন যোজন দূর তাই তো জীবনের মোহ কেটে যায় ঘোর আঁধারে সাঁতরে বেড়ায় হাতরিয়ে চলে শূন্যের খোলে আশার প্রদীপ কভু নিভে না তবে জ্বালানী যে খুব অল্প ! ধপ করে বেড়ে,আবার যেন জিভু নিভু আশাভঙ্গের নির্মমতা কষ্টকর! যাক কেটে জীবনের মোহ আর নয় তার পিছু ছুটা জীবন তোমায় দিলেম ছুটি বিদায়, কি?শুভ ? তাহলে তাই ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।