আমার সাধ না মিটিল, আশা না পুরাল, সকলে ছাড়িয়া যায় মা ব্লগে অনেক সময় কোনও পোস্ট গিয়ে কারো কমেন্টের সাথে বা পোস্টের সাথে সহমত জ্ঞাপন করলে বা সহমত জ্ঞাপন করে কমেন্ট করলে পোস্ট দাতা তখন পালাবার উপায় না পেয়ে সবচেয়ে সোজা আর পিঠ বাচানো মুলক পন্থা অবলম্বন করে। হয়ত কোন ট্যাগ মেরে দেয় আর না হয় কয় মাল্টি নিক দিয়া না নিয়া আসল নিক নিয়া আসো। কিন্তু আমি কেমনে বুঝাই যে আমিই আসল। এইতা আমারই নিক। কোন মাল্টি না।
তাই ভাবছি এখন থেকে এই উত্তর দিব। পুরা ২২+ উত্তর। নিজ দায়িত্তে পড়বেন।
"হেয় ব্রো! আমি তোমার মাল্টি,
আজ রাতে দিতে আসছি তোমার প্রক্সি,
রুম থেকে বের হয়ে তুমি ওই রুমে যাও দেখি,
আমাদের একটু প্রাইভসি লাগবে বৈকি"
কেও বুঝলে মাইন্ড খাইয়েন না। আর খাইলে ব্লগার দায়ী না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।