রাত নিশুতি যখন সবাই নিবিড় ঘুমে মগ্ন ছড়িয়ে আছে পরম্পরায় আরাম ও প্রশান্তি আমার দুটি বিনিদ্র চোখ তখন অসংলগ্ন এই তো ভালো শয্যা জুড়ে ঘুমহারা সংক্রান্তি। তীব্র তৃষায় চাইছে তাকে আমার অন্তরাত্মা চাইছে তাকে ভালোবাসা চোখের জলে সিক্ত হয়তো বা তার শ্রবণে পৌঁছায় না এসব বার্তা অর্থহীন এই আকুলতা ক্রন্দসী সংবৃত্ত। ক্ষুধিত এই হৃৎ-পেয়ালা সুধায় ক’রে পূর্ণ জল-বোতলে ভরেছে সে আমার তরল ক্রন্দন আমার যত হৃদয়-ক্ষত বেদনাবিচূর্ণ শুশ্রƒষাতে সন্দেহহীন - তাহার রক্তচন্দন। কী আর দেবো তোমাকে হে মুক্তিদাতা দেবদূত আমার জন্য আনেন যিনি যীশুর মতো কল্যাণ মৃত্যুজয়ী ভালোবাসা দিব্যপ্রভ বিদ্যুৎ তাঁকেই দেবো সারাজীবন - অনন্ত অভিজ্ঞান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।