ব্লগে কবিতা, ছড়া এবং কর্মসংস্থানমূলক প্রবন্ধ লিখব বলে আশা করি। মৌনতা এ কেমন মৌনতা তোমার? গোলাপের প্রস্ফুটিত পাপড়িগুলো ঝরে যাচ্ছে, যমুনার উত্তাল তরঙ্গমালা থেমে গিয়ে জমেছে বালুর চর সেখানে এখন অবারিত মাঠ বক আর পানকৌড়ির নিত্য আনাগোনা, পূর্ণিমার চাঁদ ক্ষয়ে ক্ষয়ে কৃষাণের কাস্তের রুপ ধারণ করেছে কিন্তু তোমার এ কেমন মৌনতা ? তুমি স্থবির, নিশ্চল জীবনের যাদুঘরে যেন এক জীবন্ত ফসিল। তোমার এ মৌনতা আমাকে ভাবিয়ে তোলে নিরন্তর বিষন্ন করে তোলে আমায় নিস্তব্ধতা আমাকে কুরে কুরে খায় হৃদয়ের গহব্বর থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু রক্তকণা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।