ফেক সুইমিং পুল সুইমিং পুলের বৈশিষ্ট হচ্ছে, আপনি এর ভেতর হাটা চলা করতে পারবেন, নিঃশ্বাস নিতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন কাপড় না ভিজিয়ে। মজার ব্যাপার হচ্ছে সুইমিং পুলটি দেখতে একেবারে আসল। এই অদ্ভুত সুইমিং পুলটি রয়েছে দুটো জায়গায়, একটি হচ্ছে পি, এস, আর্ট সেন্টার, নিউ ইয়র্ক এ এবং অন্যটি রয়েছে ২১ শতাব্দী আর্ট মিউজিয়াম, কানাজাওয়া, জাপানে। সুইমিংপুলের ডিজাইন করেছেন আরজেন্টিনার বুয়েনআয়ার্স এর শিল্পী লিন্দ্রো এরলিক । আসল ব্যাপার হচ্ছে সুইমিংপুলটি আর সব সাধারন সুইমিংপুলের মতোই তৈরি করা হয়েছে। তারপর উপরে সচ্ছ কাঁচের উপর পানি ভরা হয়েছে যা কিনা মাত্র ১০ সেন্টিমিটার পুরু। নিচে দরজা করে দেয়া হয়েছে দর্শনার্থীদের জন্য যাতে তারা নিচ থেকেও সুইমিংপুলটি দেখতে পারেন । লিন্দ্রো এরলিক এর আর একটি ডিজাইন শিল্প ধন্যবাদ কোন ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।