অবিশ্বাস ফাটল ধরায়, দৃঢ় বন্ধনের মাঝে। ভালবাসা দৌড়ে পালায়, বিদায়ের সুর বাজে। বিশ্বাসের মন্ত্রে ধর্মে দিক্ষা, অবিশ্বাসীর জায়গা এতে আছে কি? পৃথিবীর সময় সুখের তরেই শেষ, আর তাই পরকালও দেয় ফাকি। আব্দার শত সুতোয় ভরে, উড়িয়ে দাও ঘুড়ি একবার। বিশ্বাসী হয়ে বুকে এসো, এ বাঁধন ছিড়বেনা আর। জন্মের গৌরবে মেতে উঠো, কর্মের জোরে বলিয়ান হও। এ পৃথিবী তোমার তরেই, চার দেয়ালের মাঝে কেন লুকিয়ে রও!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।