আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকার সাঈদী আর নিজামীরে এই বিজয়ের মাসে লটকাইয়া দিলে মসজিদে ১০০০ টাকা দান করুম

কলম চালাই ,এইগুলো লেখার পর্যায়ে পরে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে :) ব্লগের বয়স বছরের উপরে দেখালেও নিয়মিত লিখছি ১৭ আগস্ট ২০১২ থেকে :) ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ আমি বিজয়ের মাসে শপথ করিলাম এই যে , এই বিজয়ের মাসে যদি দেলু রাজাকার , নিজামী রাজাকার , মুজাহিদ রাজাকার আর গোয়া রাজাকাররে লটকাইয়া দিতে পারে , তাইলে মসজিদে আল্লাহ'র নামে ১০০০ টাকা খুশিতে দান করুম । আর সবাইরে মিষ্টি মুখ করামু । আপনারা কে কতো দান করবেন ? সংযুক্তিঃ রাজাকার সবই রাজাকার । যে দলেরই হোক না কেন । সবগুলারই ফাঁসী চাই ।

তবে পালের সর্দার এই দুইটারে দিয়া শুরু হোক সেই শুভ বিজয় । রাকাজার নিয়া আপাদত বেশি লেখার মত রুচি নাই । পোস্ট শ্যাষ । ( আইডিয়াডা একটা পেজ থেকে পাইসি ) আর কোন ছাগু এই পোষ্টে আইলে আগে নিচের কাঁঠালপাতা দিলাম । চিবিয়ে লও , হের পরে কমেন্ট করো ।

সবশেষে কিছু বিনূদোন লন ................ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।