২৩ শে নভেম্বর, ২০১২ থেকে আমার ব্লগিং শুরু সম্প্রতি ই মেইল ও স্কাইপির মাধ্যমে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ব্রাসেলস প্রবাসী ড. আহমেদ জিয়াউদ্দিনের সাথে নিয়মিত যে যোগাযোগ রাখতেন তার কাহিনী সম্বলিত টেপ নাকি বৃটেনের প্রভাবশালী সাময়িকী দি ইকোনমিস্টের হাতে আছে এবং তারা নাকি এটি প্রকাশ করতেও চায়। এ ঘটনার প্রেক্ষিতে ট্রাইব্যুনাল বিচারকের ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘন, ট্রাইব্যুনালের বিচার কাজে হস্তক্ষেপ এবং বিচারককে টেলিফোন করে প্রশ্ন করার অভিযোগে কেন এই সাময়িকীটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না আদেশে তা জানতে চেয়েছে । সাময়িকীটি এর আগেও ট্রাইবুনাল সংক্রান্ত একটা রিপোর্ট করে বাংলাদেশে আলোচিত হয়েছিল। সেই প্রতিবেদনটি পড়তেএখানে ক্লিক করুন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।