আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ছোট একটি সফটওয়ার দিয়ে আমাদের ফোল্ডার গুলো সাজাই নতুন রুপে।

অনুবাদ করতে ভালবাসী । তবে অনুবাদে ভাত আছে বলে মনে হয় না। facebook ও Mail এ আমি ঃ-sampad1987@yahoo.com এক বছর আগের একটি গল্প দিয়ে শুরু করি। তখন আমার ভাগ্নিটার বয়স ৩ বছর। সারাদিন তার এক্টাই কাজ কার্টুন দেখা।

আমরা যখন বাসায় না থাকি তখনও দেখা যায় সে পিসি চালিয়ে বসে রয়েছে কিন্তু ছবিটি চালু করতে পারছেনা কারন সে পড়তে জানেনা। তখন ভাব্লাম যদি ফোল্ডারের আইকন টির ছবি পরিবর্তন করে দেই তাহলে ছবি দেখে নির্দিষ্ট ফোল্ডারে গিয়ে তার কার্টুন দেখা সহজ হয়ে যাবে। কিন্তু কিভাবে করব। কাস্টমাইজেসন করতে গিয়ে ভাল কোনো ছবি পেলাম না। ঠিক তখনই এই সফটটা পেলাম অনেক লাইট (৩ mb) এবং সহজ।

তারপর থেকে আমার ভাগ্নির কার্টুন দেখা অনেক সহজ হয়ে গেল। এই সফটটির নাম iconFX. প্রথমে এই লিঙ্ক থেকে সফটটি ডাউনলোড করুন। তারপর এক্সট্রাক্ট করে রান করুন । নিচের ছবির মত একটি পেজ আসবে। ঃ- এবার ফাইল+ import image.. ক্লিক করে আপনার পছন্দনীয় ছবিটিকে ওপেন করুন।

নিচের ছবির মত পেইজ আসবে। এবার ডান পাশের লাল গোলোকে আবদ্ধ টূলস গুলো দিয়ে সামান্য এডীট করে নিন। তারপর ctrl +s ক্লিক করে বা ফাইল+সেভ এ ক্লিক করে ছবিটিকে আপনি ফোল্ডার icon হিসাবে দেখতে চান সেটাকে সেই ফোল্ডারে রেখে দিন । এবং সফটটি বন্ধ করুন। এইবার যেই ফোল্ডারটিতে আপনি ছবিটি সেভ করেছেন তার উপর মাউসের রাইট বাটন ক্লিক করে properties এ ক্লিক করুন।

তারপর customize ট্যাবে ক্লিক করুন । নিচের ছবির মত পেজ আসবে। দেখুন এখানে folder icon অপসন টি আছে এবার change icon e ক্লিক করুন। তার পর iconFX সফটওয়ার এর মাদ্ধমে তৈরি করা ছবিটী open করে apply করুন। ব্যাস ।

এখানেই শেষ। দেখুন ফোল্ডার icon এ আপনার পছন্দের ছবিটা চলে এসেছে। আমার একটি ড্রাইভ। নতুন আইকন দেয়ার পর ঃ- এখানে ফোল্ডার গুলো দেখে এগুলোকে ছবি মনে করবেন না। ছবির মত দেখটে এগুলো আসলে আলাদা আলাদা ফোল্ডাড়।

********* জ্ঞানী কম্পুটারম্যান দের কাছে আমার এই পোষ্টটী অপ্রয়জনীয় হতে পারে। কিন্তু আমার মত ছোট শ্রেনীর কম্পুম্যন্দের কাছে এটা ভাল লাগতেও পাড়ে। ********  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।