বাঙলা কবিতা আবারও তো ঝুঁকে পড়ছো ফাল্গুনের নক্ষত্রখচিত রাত এতো নিচে, এতো কাছাকাছি! স্পর্শসীমার মধ্যে নেমে আসছো বসন্ত-আকাশ অলস বিছানা থেকে উঠে দাঁড়ালেই যেন পেড়ে নেয়া যেতে পারে ঝোঁপাঝোঁপা নক্ষত্র তোমার! এতো কাছে ঝুঁকে আছো বসন্তের নক্ষত্রবাগান! তোমার সেতার থেকে ঝরঝর ঝরে পড়ছে গান আমার নিবাস ডুবে যায়, বিছানা বিজনে ভেসে যায় তোমার আনন্দ শুনি, মিহিন বেদনা দেখি তোমার চিবুকস্পর্শ এতো কাম্য___ তবু এই হাত আমি বাড়াতে পারি না; আমাদের মাঝখানে গভীর আলস্যমাখা বিছানাই দূরত্ব অপার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।