আমাদের কথা খুঁজে নিন

   

বেস্ট অফ লাক বেঙ্গল টাইগার ।

এখনও লেখার সময় হয়নি । আরে ব্যাপার না বাংলাদেশ ,সামনের টা আছে না প্রথমবার এশিয়া কাপেই বাংলাদেশ ফাইনাল খেলেছিল। সমগ্র জাতি সেদিন উৎকণ্ঠার মধ্যে ছিল। শুধু খেলা ছিল না, আমাদের আবেগ ছিল সেই গেমে । খেলা শেষে মনে হয়েছে সমগ্র বাংলাদেশ কাঁদছে ।

সবাই হয়ত স্বীকার করবেন বড় কষ্টে কেটেছিল সেই একটা রাত, আবেগের রাতই গেছে একটা। সবাই হতাশায় ডুবে গিয়েছিলাম । আমাদের মন খারাপ হলেও বিশ্বসেরা তিনটি দলকে হারিয়ে বাংলাদেশ ফাইনালে হারলো বাংলাদেশের এমন পারফরমেন্সে আমরা সবাই মুগ্ধ হয়ে বলেছিলাম ....... যাক তাও জিততে জিততে বীরের মতো হারলো বাংলাদেশ ,যে টুর্নামেন্টে ফাইনালে ওঠার চিন্তাও করিনি আমরা সেটিতে মাত্র তিন রানের জন্য চ্যাম্পিয়ন না হতে পারাটাও আমাদের কাছে বড় প্রাপ্তি। আর এমন মন খারাপ করা জয় চাই না বাংলাদেশ, এগিয়ে যাও । প্রতিপক্ষ তোমার কাছে কিছুই না আর যদি এই গেম হেরেই যাও ,সামনের টা আছে না।

সিরিজ যেন হাতছাড়া না হয়। মন থেকে চাই পরের গেম এর জন্য অপেক্ষা না করতে কিন্তু বাস্তবতা তো মানতে হবে। ২৩০ রান ঢাকার মাঠের জন্য কোন ভাল স্কোর না। বেস্ট অফ লাক বেঙ্গল টাইগার । আজকেই যেন জয়ের পার্টি হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।