আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাচ্ছি।

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। মৃত্যুর হাত ধরে, শূন্যতার মাজারে, সংলাপহীন ভাষণে, নিস্তব্দ রাএির মত, তুমি আমার মাঝে। অনন্ত পীড়া কীটে মত আমার এই পচা দেহে, কুটে কুটে খাচ্ছে আমার জীবনের প্রতিটি মুহূর্তকে। সদর দরজা খোলা, অন্ধকারের রাজ্যতে, সরল পথে বাকা আমি, স্রষ্টা তোমাকে কি আমার এখনো ডাকা উচিৎ? উদাসিন হওয়ায় ডানা কাটা পাখিরা, করছে গুঞ্জন, মুক্তি পাবার আশায়। মুক্তি !!! সেতো অসংবিধানিক শব্দ।

বাঁধা ফ্রেমে আকাশ দেখো। দূর আকাশে মিটিমিটি তারা, আমিতো থাকবো সেখানে একেলা, আলোর ঝলকানিতে শব্দ হারাই, মেঘলা দুপুরে আমি কল্পনাতে নিজেকে ভেজাই। অলস সময়ে ক্লান্ত শরীর, জানালায় বসে আজরাইলকে ডাকি। আমিতো আজন্মা, যে দিকেই তাকাই জীবনটা দুঃখে ভরা। পরাজিত জীবন যুদ্ধের দর্শকহীন মঞ্চে শেষ গল্পের শ্রোতা আমি নিজেই, বিদায়ের ভাষা জানা নেই, তাই নিজেকে বিদায় না দিয়ে চলে যাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।