যান্ত্রিকতার স্বরচিত কারাগারে আমি এক অযান্ত্রিক মানুষ ওরা বলে এক প্রভুর কথা কিন্তু পূজা করে অন্য দেবতার । ওরা অ আ ক খ শেখানোর আগে আলিফ-বা-তা-সা শেখাতে চায় , ওরা A B C D কে পারলে একেবারে ঝেটিয়ে বিদায় করে , ওটা বিধর্মীর ভাষা - ওতে ধর্ম অধর্ম হয়ে যায় । কিন্তু যখন তখন মার্কিনিদের কাছে ক্ষমা চাইতে কোন ধর্ম বাধা হয় না , কারণ মার্কিনিরা হল প্রভু । ক্ষমা না চাইলে প্রভু অপ্রসন্ন হন , তার ফল হয় ভয়ানক । যে দেবতার পূজা ওরা করে সে দেবতা ওদের চেয়েও ধুরন্ধর । কিন্তু যে মহাপ্রভুর কথা বলে ওরা ব্যবসা করে সে প্রভু কী কখনো ওদের ক্ষমা করবেন ? নাহ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।